আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ভাল বলে ক্লান্তিহীন অপার আনন্দে পথচলা আমার

জলছবি স্মৃতি ছুঁয়ে থাকে হৃদয়াবেগ , ধুয়ে গেছে ধ্বনি তার ; শব্দহীন সময়ের পারাবার ।
তুমি ভাল বলে প্রতীক্ষার রাত পূর্ণিমায় প্লাবিত হয় , আলোকিত মনভূমি ; দীর্ঘ সময় পাড়ি দিয়ে , সহস্র ক্রোশ দূরত্বেও আমাদের নৈকট্য চিরন্তনী । তুমি ভাল বলে মন্দিরের সোপানে অতন্দ্র পূজারিণী ,অর্ঘ্য থালা হাতে বসে একা , পৌছুতে দ্বিধা পূজার বেদীতে , দেখে সিঁথিতে উজ্জল দেবতার ত্যাগ মাধুর্য্য সিদুঁর । তুমি ভাল , কতটা ভাল জানি আমি , জানে আমার এ মন , তাই সূর্যাস্তের দিকে হেটে যেতে যেতে দেখি প্রদোষের আলোয় রাঙা ভোর । তোমার আস্তিত্বে পৃথিবীর মূহুর্তগুলো অপার্থিব মনে হয় , মনে হয় - বর্ণিল , স্বপ্নময় ।

দক্ষিণা বাতাসে ভেসে আসে কল্যাণের মন্ত্র তোমার সূরের ছোঁয়ায় । তুমি তোমার মত ভাল তাই আর ভালত্ব খুঁজি না তুলনার , যা কিছু সঞ্চয় ভালত্বের - তোমার জন্য পবিত্র করে রাখি , অমলিন রাখি ফেলে আসা সময় । হেরে যাই তোমার কাছে , নিজের কাছে , পার হয়ে দ্বিধা দ্বন্দের চড়াই উৎরাই বারে বারে , মনে মনে ছুটে যাই তোমার কাছে । তুমি ভাল একজন আছো আমার জীবনে তাই কাঙালের ধন তোমাকে রাখি মনে অনুক্ষণ , সকল পাওয়ার উর্ধ্বে উঠে শূণ্যতায় হারাই , যেখানে নিষ্পাপ এক মূর্তি আছে ধ্যানে তাকে প্রনতি জানাই । তুমি ভাল , খুব বেশী ভাল তাই সত্য সুন্দরের সন্ধানে দূরে যেতে হয় না আমায় ,ঋণে বন্দী হয়ে থাকি স্বেচ্ছায় ।

পলে পলে হারিয়ে দাও অজান্তে -- সে অভিযোগ লিখে রেখ অন্তরের আলোয় । স্বান্তনায় ভরে প্রান আমার , নিরবিচ্ছিন্ন আকুলতা ছিল তোমার কল্যাণে , তারা আজ জয়গান গায় , শেষক্ষন পর্যন্ত যেন তারা থাকে অক্ষয় , অব্যয় । একজন ভালমানুষকে গন্তব্য করে পথ চলি মনে মনে , যদিও তার সঠিক ঠিকানা জানা নাই , তবু অশেষ আমার এ পথ চলা ক্লান্তিহীন , সূধা আমার অপার আনন্দময় । *** প্রিয়তম কবিতা এ কবির । ( যে লেখা পড়ে আমি স্তব্ধ , বাক রুদ্ধ হয়েছি , যে কবিতা আমাকে দিয়ে এটি লিখিয়েছে , সে লেখা -- Click This Link ) ।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।