আমাদের কথা খুঁজে নিন

   

কেন আমরা যুদ্ধ করছি বল তো? কেন আমরা বন্ধু হতে পারি না?

শিরদাঁড়া নেই, বহু শরীরেই নিজেদের মানাতে মানাতে.......

ছোটবেলায় চয়নিকা বলে একটা বই ছিল। পাঠ্য বাংলা বইয়ের সাথে। গল্পের বই। অসাধারণ সুন্দর সুন্দর সব গল্প ছিল সেখানে। জসীমউদ্দিনের হলদে পরীর দেশে বলে একটা গল্প ছিল।

যুগোশ্লোভিয়ার শিশু রাজত্ব নিয়ে গল্প। গোটা একটা রাজ্য শিশুরা চালাচ্ছে। শিশুরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আমলা, থেকে সব দায়িত্ব তাদের হাতে। সে এক স্বর্গরাজ্য। ইউটোপিয়া।

ওরকম রাজ্য কল্পনাও করা যায় না। গত জানুয়ারীতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ অনুষ্ঠানকে সামনে রেখে কয়েক হাজার মার্কিন শিশু চিঠি লেখে। তার মধ্য থেকে দেড়শ শিশুর মন্তব্য-দাবী-আহবান বাছাই করে ই-বুকে প্রকাশ করা হয়। এই শিশুদের বয়স পাচ থেকে বারো বছরের মধ্যে। শিশুদের নামগুলো মুখ্য নয়।

পৃথিবীর সব দেশের শিশুই এক। সবাই স্বর্গের নিষ্পাপ সন্তান। পৃথিবীর কলুষতা স্পর্শ করেনি তাদের। তাদের নানান মন্তব্যই মুখ্য- ‘আমার আশা যুদ্ধ বলতে কিছু আর কখনও থাকবে না। কেন আমরা যুদ্ধ করছি বল তো? কেন আমরা বন্ধু হতে পারি না?’ পৃথিবী ব্যাপী চাইছি তোমার বন্ধুতার আহবান কারী শিশুটির বয়স মাত্র দশ।

ওবামার কাছে আরেকজনের আহবান-‘তুমি যদি এ পৃথিবীকে আরো সবুজ করে তোলার চেষ্টা করো, তাহলেই তোমার প্রশংসা করব। ’ ‘যুদ্ধ আমার খুব খারাপ লাগে। তুমি কি জানো ইরাকে কারো মারা যাবার খবর পেলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। ’ এই মেয়েটির নাম ওবামার মেয়ে সাশার নামে। ‘আকাশ থেকে তুমি আমাদের জন্য ক্যান্ডি বৃষ্টি ঝরাতে পারো না? আমরা ক্যান্ডি কুড়িয়ে নেব।

’ এমন মজার আবদারও করেছে কেউ কেউ। ‘তুমি দাবানল ও ভূমিকম্প মুছে ফেলো। টর্ণেডোর মত বাড়িঘরে আঘাত হানার মত প্রাকৃতিক দুর্যোগও তুমি ঠেকাবে। ’ ‘আমার আশা ওবামা একদিন বিশ্বের সব শিশুর জন্য ছুটি ঘোষণা করবেন। ’ ‘ওবামা দেশের পরিবর্তন আনবেন।

দেশকে আরো সুন্দর করবেন। ’ এমনি কত শত আবদার। কেউ চিরতরে যুদ্ধ বন্ধ করার দাবী জানিয়েছে। কারো আবেদন সুবজ পৃথিবীর। কারো দাবী বেকার বাবার জন্য একটি চাকরি।

কেউ ঝড়-বৃষ্টি থামানোর দাবি জানিয়েছে। এমনকি কারো চকলেট বৃষ্টি নামানোর মজার আবদারও আছে। ভয় নেই, এমন দিন এনে দেবো দেখো সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করবে তোমাদের সামনে। ভয় নেই, এমন দিন এনে দেবো বোমারু জঙ্গী যত বিমানের ঝাঁক থেকে বোমা নয় গুলি নয় চকলেট টফি রাশি রাশি প্যারাট্রুপারের মত ঝরবে শুধু তোমাদের উঠান জুড়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।