আমাদের কথা খুঁজে নিন

   

এই আন্দোলন কোন দলের নয়, আপামর জনতার। যার নেতৃত্বে কোন দল নয়, আছে সচেতন তরুণ সমাজ। যারা কোন দলকেই তোয়াক্কা করে না।

এখনো কিছু নেতিবাচক মানুষের কাছ থেকে শুনি যে, রাজাকার দমনের যে আন্দোলন আজ তরুণ সমাজ সুরু করেছে, তা ক্ষণিকের ঝর মাত্র। অনেকেই বলে এটা লীগ এর পোলাপাইন করছে, এটা বাম দলের পোলাপাইন করছে। তাদের উদ্দেশ্যে বলছি... এটা ক্ষণিকের ঝর নয়। অনেক দিন ধরে পুষে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ এই আন্দোলন। এটা আগ্নেয়গিরি।

অনেকদিন ধরে জ্বলছে। আজ বিস্ফোরণ হয়েছে। আর তাতেই জলে পূরে ছারখার হচ্ছে রাজাকার বাহিনীর দল। ৫২ তে দমেনি তরুণ, দমেনি ৭১ এ। এবারও আমাদের দাবায়ে রাখা যাবে না।

আমরা ভারত, পাকিস্তান, চিন, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, রাশিয়া'র তরুণ নই। আমরা বাংলাদেশের তরুণ। আমরা বীর বাঙ্গালী। অনেক দিন ধরে আমরা এই বিষয়ে লিখা লিখি করেছি। শুধু রাজাকার বিরোধী নয়।

সরকার, বিরোধী দল এমন কি অসচেতন কলুষিত মানুষদের নিয়েও আমরা সোচ্চার ছিলাম। আমরা প্রশংসার জোয়ারে ভাসিয়েছি যা কিছু ভালো, কল্যাণকর। আমরা কলম থেকে কিবোর্ড এ ঝর তুলেছি অন্যায়ের বিরুদ্ধে। আমরা কেঁদেছি সাধারণের দুঃখে। আমরা অনেক দিন ধরেই সবকিছুর পক্ষে বিপক্ষে লিখে যাচ্ছি।

আমরা গণজাগরণ সৃষ্টি করেছি। এখন সময় এসেছে পথে নামার, তাই পথে নেমেছি। আমরা কোন দলের হয়ে কথা বলতে আসিনি, আমাদের কোন দল ডাকেনি। আমরা নিজেরাই রাজপথে নেমেছি। আমরা আজ রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্লোগান ধরেছি, তার মানে এই নয়, আর সকল অন্যায় আমরা মুখ বুজে সয়ে যাব।

তাই সাবধান সকল দলকে, তোমরা ভেবোনা, দেশে সব তোমাদের দলে, আমরা নিরপেক্ষ। আমরা তোমাদের কাজের মূল্যায়ন করি। আমরা প্রশংসা করি, আমরা বিদ্রোহ করি। এতদিন মানুষকে দেখেছি যেকোনো দলের আন্দোলন সমাবেশে যোগ দিতে, আজ দল এসেছে মানুষের আন্দোলন সমাবেশে যোগ দিতে। ৫২ থেকে ৭১, স্বাধীনতার পর ৮৯ এর গণঅভ্যুত্থান এ কোন না কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী দের ডাক ছিল।

নেতাদের ডাকে জেগেছিল তরুণ সমাজ। ২০১৩'র এই আন্দোলনে কোন রাজনৈতিক দলের ডাক নেই, কোন নেতার ডাক নেই। প্রতিটা যুবক আজ জেগেছে তার নিজের বিবেকের ডাকে, নিজেকেই নিজে টেনে এনেছে রাজপথে। আর তাতেই সারা দিচ্ছে আপামর জনতা। দল মত নির্বিশেষে।

যারা দলের ব্যানারে আসতে পারছে না, তারাও আজ ঘরে বসে নেই। দরকার নেই দলের ব্যানার। এই আন্দোলন আজ আমাদের রক্তের আন্দোলন, আমাদের অস্তিত্বের আন্দোলন। আমাদের দুখী স্বাধীনতার সুখ ছিনিয়ে আনার আন্দোলন, শহীদের ঋণ শোধের আন্দোলন, বীরাঙ্গনার ঋণ শোধের আন্দোলন। এ আন্দোলন কোন দলের নয়।

এটা সাধারণ মানুষের আন্দোলন... আর এই আন্দোলনে নেতৃত্বে কোন দল নেই, আছে বাংলাদেশের একঝাক সচেতন সাহসী তরুণ......যারা কোন দলকেই তোয়াক্কা করে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।