আমাদের কথা খুঁজে নিন

   

চেয়েছি আমি



আমি ত চাহিয়াছি তোমার অভিমানের আঁখি জল বন্ধনী আজ খুলিয়াছে দুয়ার আঁখি দু’টি টল মল ।। দক্ষিনা বাতাসে গৌধুলীর আকাশে দিয়াছে রং ছড়ায়ে বিদায়ের ডালিতে গৌধুলীর আকাশে দিয়াছে রং ছড়ায়ে বিদায়ের ডালিতে কুস্তম সাজায়ে একি গন্ধ ছড়ালে পবনে দিয়াছে দোলা বেদনার অশ্র“মালা আঁখি তে জল দূরের আশাকে বলাকা মেলেছে পাখা,আঁখি দু’টি টলমল।। পরন্ত বেলার প্রান্ত রেখায় দাড়িয়ে কেন তুমি দিলে ডাক স্মৃতির পাতায় খুজিয়া দেখেছি তা ত রয়েছে ফাঁক আকাশ বাতাস ভূবন ঘুরিয়া পায়নি কোন ফল বেদনার অশ্র“তে ভরা মোর এ জীবন, আঁখি দু’টি টলমল।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.