আমাদের কথা খুঁজে নিন

   

প্রবল-প্রতাপ শাসক

..

ক্রমাগত বদলে যায় দিনযাপনের রংগুলো এখনো এই শেষ বিকেলের বারান্দার গ্রীলে এক ফোঁটা কমলা-রোদ্দুরের গন্ধ লেগে আছে। নিত্যকার রৌদ্র-দগ্ধ নগরীতে আনাগোনা হাতের তেলোতে এক মুঠো রোদ মেখে নিলে 'পাপ','পাপ' ---চারপাশে ভৎর্সনার শব্দ ওঠে এই সব নিত্য-রোদ-রং পাপ? সবাই নগরপিতা? সেই সব স্খলনের কি নাম তবে ছায়ার আড়ালে ঢেকে রাখা কুকুরবিলাসগুলো? পঙ্কে ডোবানো পাগুলো সাতবার জলে ধুয়ে নিলেই শুচিস্মিত-পুণ্যাত্মা? তোমার অসীম-করুণানিদান এক প্রভু আছেন জানি। ধন্য তুমি। তোমার প্রভুকেও ধন্যবাদ। মাথার উপরে শাণিত-কৃপাণ কখনো খাপবদ্ধ নয়; আমার প্রবল-প্রতাপ শাসকের কথা তোমার জানা নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।