আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা

~ ভাষা হোক উন্মুক্ত ~
রাত ১২টা ০৫মিনিটে আমারে ফোন করে কে? বিরিক্ত হইয়া ফোন ধরি - হ্যালো ...... - ওই ... ঘুমাস কেন এখন? - আমি কি বাড়ির দারোয়ান? রাইত ১২টার সময় ঘুমামু না তো কি বইসা বইসা বাদাম খামু? - আচ্ছা, দেশ উদ্ধার করছস ঘুমাইয়া - ওই ... কাজের কথা বল - কালকে সকাল ৮টার সময় কলেজের সামনে থাকবি, এক জায়গায় যাবো, তোর বাইকটা লাগবে - আর আমারে লাগবেনা? - না, তরে দিয়া আমার কুনু কাজ নাই, কাগজের দুকানে জাইয়া জিগা, ঠোঙ্গা বানানির জন্য তরে লাগলেও লাগতে পারে - #*৳ঁ%ঁ# প্রচুর শুকনা আছিলাম ছোটবেলায়, পুলাপাইন তাই মাঝে মাঝে খেপাইতো ৮টার যায়গায় সাড়ে ৮টায় কলেজে গেলাম। গিয়া দেখি হুরুস্থুল বেপার। সবাই সাজুগুজু কইরা ... সেন্ট মাইরা ঘুরতেছে, কেউ ক্লাসে নাই ঘটনা কি? এক দোস্তরে জিগাইলাম, সে কইলো আজকে না কি ভালোবাসা দিবস সেইটা আবার কি? চায়ের দোকানে বাইক পার্ক করে চায়ের অর্ডার দেই। হঠাৎ পিছন থিকা রাম ধাক্কা, ওই ...... তরে ৮টায় আসতে বলছিলাম, এতোক্ষনে আসলি? - আপনেও তো মাত্র আসলেন বস - সেইটা ব্যাপারনা, তুই লেইট কেন? - তূই কেমনে বুঝলি যে আমি লেইট? - তুই হাতে চায়ের কাপ আর সিগ্রেট নাই, তার মানে তুই মাত্রই আসছস - গ্রেট ... এখন বল ঘটনা কি? - কাজ আছে, চা শেষ কর, আর দয়া কইরা আমার দিকে তাকা উজবুক পেছনে তাকিয়ে রিতিমত হা হয়ে যাই, রিমাকে পুরাই অন্যরকম লাগছে আজকে, শাড়ী পরেছে, সেজেছে - মুখ বন্ধ কর বান্দর, মাছি ঢুকবো, আর অন্য দিকে তাকা, লজ্জা লজ্জা লাগতেছে ... - তোরে ...... তোরে না ...... - বইলা ফেল ... থাঙ্কু, আমি জানি কি বলবি - না জানস না, তোরে রাজকন্যার ... - চুপ - শেষ করতে দে, তরে রাজকন্যার প্রিয় সখির ক্লোজ বান্ধবির মতো লাগতেছে - হারামজাদা ... তরে ...... দৌড়াবিনা ... তোর বাইক ধাক্কা দিয়া ফালায় দিমু, কাছে আয় বাইক আমার জান, দৌড় দিয়া পলাইলে রিমা সিওর বাইক ফালায় দিবে। ডেঞ্জারাস প্রক্রিতির মেয়ে ছেলে দুই হাতে মনের সুখে আমার চুল টানে কিছুক্ষন, দেইখা দোকানদার হাসে ... এবং ঝাড়ী খায় - চল, এক জায়গায় যাবো - কই যাবি, তেল নাই বেশি - তোর বাইকে কি কোনদিন বেশি তেল আছিলো? - না, ছিলোনা, আমি গরিব মানুষ - আমি তেল কিনা দিব, তুই চল ... - তুই এই শাড়ী পইরা বাইকে বসবি? পইরা গেলে? - তুই ধরবি - আমার হাত ছুডূ, হাতি ধরতে পারুমনা ধুম ধাম কয়েকটা কিল পড়লো পিঠে শহরের সীমানা পেড়িয়ে অনেক দূরে চলে এলাম, কই যাচ্ছি জানিনা, দুইবার জিগেস করে ঝাড়ী খাইছি, রিমা থামতেও বলে না, আমি কিছুটা আতংকিত, সামনে পরিচিত যায়গা, অনেকেই চিনে আমাকে, আব্বাকে বলে দিলে বিপদ হবে - রিমা, চল নদীর পাড়ে গিয়া বসি - চল ... নদীর পাড়ে সব সময় কেন যেন ঝিরঝিরে একটা বাতাস থাকে, মন খারাপ করে দেয়, আবার মন ভালোও করে দেয় মাঝে মাঝে। রিমা অনেক্ষন চুপ করে বসে থাকে, তারপর বলে ... - তোকে আমি অনেক লাইক করি, তুই কি জানিস? - জানি, আমাকে ছাড়া তুমার দিন চলেনা, আমারে ঝারি না দিলে তুমার ভাত হজম হয়না, আমারে না মারলে তুমার হাত চুলকায় ... - তোকে কেন এত লাইক করি জানিস? - জানিনা ... মনে হয় আগের জন্মে তুই আমার ক্যামিষ্ট্রি টিচার আছিলি, পড়া পারতামনা দেইখা আমারে অনেক মারছিলি, সেই অভ্যাস এখন আছে তোর - থাবরা চিনস? - চিনি ... মানে সুগার আই সুগার থাবরা নিরবতা ...... - মৌ কই রে এখন? - জানিনা ...... মৌ মৌ করবিনা, ওর নাম মৌ না ...... - তোর কি মায়া লাগেনা মেয়েটার জন্য? - না, লাগে না - সুমন, তুই জানিস একটা মেয়ে কি পরিমান ভালোবাসতে পারে? - জানিনা ... জানার ইচ্ছাও নাই - মৌ তোর জন্য কত কষ্ট পায় বুঝিস? - চুপ কর, ভাল্লাগেনা পেচপেচানি - কালকে আমার কথা হইছে মৌএর সাথে, অনেক্ষন, ওদের কলেজে গেছিলাম একটা কাজে - তো ... - মেয়েটা অনেক কানলো রে - মেয়েরা কান্দেই, এইটা অদের জাতীয় সম্পদ, সুযোগ সুবিধা আদায়ের অস্ত্র - আমি একটা মেয়ে - তাই না কি? - ডোন্ট বি ফানী - ফান ছাড়া আমি বাচিনা ............... - তুই মৌকে ভালবাসিস, মৌ তোকে, তোদের সমস্যা কি? - আমি একটা আজন্ম আউলা, আমার কোন ঠিক ঠিকানা নাই, প্রেম ফ্রেম করার মত মূড নাই, তোদের সাথে থাকি, ঘুরি ফিরি বেড়াই, যথেস্ট আনন্দে আছি আমি - ৪ মাস তো প্রেম করলি দেখলাম - তখন মূড আছিল, এখন নাই ............ - মানুষ ঝগড়া করে, আবার ঠিক হয়ে যায় - আমরা কনো ঝগড়া করিনাই - তাইলে ব্রেকআপ করলি কেন? - এম্নেই - তুই সিরিয়াস হবি কবে? - কব্বরে যাইয়া ... - মরবি কবে তুই? - তোর জন্য এক্ষুনি মরতে পারি তোমার জন্য মরতে পারি ... ও সুন্দরী তুমি গলার মালা ... - মর তুই ... - পরে মরুম'নে, এখন চল, যাইগা, বৃষ্টি আইবো ... - ওই ... তুই আমারে ভয় পাসনা? - পাই তো - তাইলে আমার কথা শুন, এখন সোজা আমার সাথে ওদের কলেজে যাবি, ভিতরে ঢুকা তোর জন্য সমস্যা না, আমি জানি, যাইয়া কান্টিনে বসবি, আমি ওকে নিয়া আসব ...... - না ... - না মানে? তুই আজকের দিনে আমার কথা শুনবি না? - তোর সব কথা আমি কোনদিনও শুনিনা - আজকে শুনবি - আমার প্রেম করা নিয়া তোর মাথাব্যাথা কেন? - কারণ আমি মানুষ, তোর মত আন্দর বান্দর না সর্বনাশ, রিমা রেগে গেলে "আন্দর বান্দর" শব্দটা ইঊজ করে সাবধানে কথা বলতে হবে এখন ... - দেখ, আজকে ১৩ দিন ওর সাথে কোন কথা নাই, সে কি আমাকে একটা কল দিছে? - তুই দিছিস? - দেই নাই, ওর মা ফোন ধরে দেইখা আগে থিকা সময় জানায় দিয়া কল দিতাম - সব সময় নিজেরে ডিফেন্ড করবিনা, তোর কাছে যদি মনে হয় যে মৌ কল না দিয়া কাজটা খারাপ করছে, তাইলে তুই নিজেও সেই একই কাজ করছিস - ............... - আমি কালকে তোর আর আমার ব্যাপারটা ক্লিয়ার করছি। আমি বুঝতেছিনা যে তুই কেন ওরে আমার কথা ভাইঙ্গা বলিসনাই !! - সে কেন আমারে সন্দেহ করবে? আমার কি নিজের জীবন নাই? বন্ধুবান্ধব নাই? মৌ আসছে ৫ মাস আগে, তার আগে কি আমার পৃথিবীটা ফাকা ছিলো? - মেয়েরা একটু এমনই ... - আমার ভাল্লাগেনা ঐ সব - তোর ভালোলাগা না লাগায় কিছু আসে যায়না, আমার সাথে চল তুই এখন - যাবোনা ... - তর ঘাড়ে যাবে ... - আমার ঘাড়টা নিয়া যা, আমি যামু না ... উঠে দাঁড়িয়ে কলার ধরে টেনে তোলে আমাকে রিমা। রাস্তায় উঠে প্রচন্ড স্পীড দেই বাইকে, রিমা কিছুই বলেনা ... কলেজের মৌকে না পেয়ে ওদের বাসার সামনে রিমাকে নামিয়ে দিয়ে আসি, তারপর কলেজের মাঠে গিয়ে বসি আমি। ঘন্টা খানেক পরে ওরা আসে, অসম্ভব ... অসম্ভব সুন্দর লাগে আজ মৌ'কে। আমার পৃথিবীটা আলো হয়ে যায় যেন ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.