আমাদের কথা খুঁজে নিন

   

রোবোট মানবী ভার্সান ২০০৯

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

বছরখানেক আগে, ভালোবাসা দিবসে নতুন মডেলের ভালোবাসা পুতুল বের করা হয়। সত্যি সত্যিই পূর্নাংগ একজন নারী। তবে, অনেক বেশি জীবন্ত। মডেলটির ডিজাইনের সময় সৌন্দর্যের দিকে যতবেশি জোড় দেওয়া হয়েছিল, তারও বেশি কাজ করা হয়েছিল এর বুদ্ধিমত্তার উপর।

মডেলটির নিউরাল নেটওয়ার্ক ভয়ানকরকম জটিল। সুস্থ ও স্বাভাবিক মানুষদের আইকিউ প্রায় একশ। অথচ, এক বছর বয়সের যেকোন মডেলের আইকিউ প্রায় আশির কাছাকাছি। বিভিন্ন রূপবতী নারীদের যাবতিক শারীরিক ফিচারকে মিলিয়ে বেশ কয়েক ধরণের মডেল বাজারে ছাড়া হয়েছিলো। ফর্সা, শ্যামলা বিভিন্ন ধরণের কমপ্লেকশান থাকলেও নিউরাল নেটওয়ার্ক এদের একই ছিলো।

মানবী মডেলটি বাজারে আসার সাথে সাথেই সাধারণ মানুষের চাহিদা মাফিক যে পরিমাণ ছিলো, তা প্রথম ধাপেই শেষ। এক বছরের মাঝেই সপ্তমতম প্রোডাকশানেও মানুষের হিড়িক। সাড়া জাগানো এই সাফল্যে কোম্পানি এলবাট্রাস মানবী মডেলের বুদ্ধিমত্তা ও শারীরিক সৌন্দর্য্যের উপর আরো নতুন রিসার্চে মন দিলো। সামাজিকভাবে, মডেল মানবীর চাহিদা এখন আর শুধু ভালোবাসার জন্য নয়। ক্রেতাদের মাঝে মডেল মানবী শুধু একজন আর রোবোট নয়, বরং পূর্ণাংগ একজন মানুষ।

পুতুলের দাম প্রাথমিকভাবে বেশ দামি। তবে, যেহেতু সমাজে মোটামুটি উপার্জনক্ষম মানুষরা পুরুষ, তাই টার্গেট ক্রেতারাও ছিলো সেই অংশ। বিয়ে বিচ্ছেদ ও বিয়ে অনাগ্রহী সুখী পুরুষদের সংখ্যা এখন চরমে। ভালোবাসা আসলে একটি শব্দ। কিন্তু, প্রশ্ন হলো ভালোবাসার জন্য আমরা কি পরিমাণ অভাব বোধ করি।

ভালোবাসিত হবার প্রক্রিয়ায় শুন্যস্থান পূরণ করাটাই আসলে ভালোবাসা। সেক্ষেত্রে, মানবী ২০০৯ আসল নারীদের তুলনায় অনেক বেশি বিশ্বাসী ও প্রতিশ্রুতিশীল। রোবোট মানবীর উত্তরোত্তর সাফল্যে সমস্ত নারীজাতি আজ ঈর্ষান্বিত। মানব ২০১১ একটি পুরুষ ভালোবাসা রোবোট। তবে, এর তেমন কোন সাফল্য পাওয়া যায়নি।

বিস্তর গবেষণায় অল্প কিছু কারণ নিয়ে অবশ্য ধারণা পাওয়া। এরা মেয়েদের কোন গিফট কিনে দিতে পারেনা। রোবটের জন্য ই-টাকা উপার্জন করা এখনো পর্যন্ত নিষিদ্ধ। মানব ২০১১ এর নিউরাল নেটওয়ার্ক আর দশটা মানবীর মতো। যেহেতু, এদের সিপিইউ চালুর পর থেকেই কোন নির্দিষ্ট নারীর সাথে সাথেই থাকে, তো রোবোট পুরুষ শরীরে নারীদেরই আচরণ ফুটে ওঠে।

সব নারীরা এটাকে আবার স্বাভাবিকভাবে নেয়না। তারপরেও, অনেক নারীদের কাছ থেকে মানব ২০১১ এর সাফল্যের কথা পাওয়া গেছে। যদিও সংখ্যাটা খুব নগন্য। আশা করা যায়, রোবো প্রজাতির মাঝে খুব জলদি আরো কোন আপডেট আসবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।