আমাদের কথা খুঁজে নিন

   

জ্যামিতি আর রসায়ন

মানুষ তার নিজের সত্যাসত্য নির্ণয়ের মাপকাঠি

শান্তনু চৌধুরী : বছরের প্রথম দিনে জানলাম রাশিফল, তুমি ভেক্টর অথবা স্কেলার রাশি । নিউটনের গতিসূত্র জান তুমি। আর আমি সব গতি হারিয়ে কেবলই ছুটছি তোমার পিছু পিছু। তবুতো পরম গতি বলে কিছু নেই। সব গতিই আপেক্ষিক।

সব রঙও তাই। এমন বসন্ত দিনে মিথাইল অরেঞ্জ আর হাইডোক্লোরিক অ্যাসিড মিশিয়ে কেউ বানাচ্ছে তোমার শাড়ির রঙ। অথচ তার নিচে নগ্ন পা, দুটো সরল রেখা যার জ্যামিতি আমি কখনো শিখিনি। সারাদিন জ্যামিতি দেখি পাতার রসায়ন দেখে মনে হয় আরো কিছু বাকি রয়ে গেছে। কেননা আরো কিছু রসায়ন জ্যামিতি তোমার জঘনের মাঝে স্থির হয়ে আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।