আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে দারুল ইহসান ইউনিভার্সিটির ভূয়া ক্যাম্পাস



একটি প্রতারক চক্র গাজীপুরে দারুল ইহসান ইউনিভার্সিটির ভূয়া ক্যাম্পাস চালু করে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। শহরে ব্যাপক পোস্টারিং করে শত ভাগ পাসের নিশ্চয়তা দিয়ে শ’খানেক ছাত্র-ছাত্রী ভর্তি করে হাতিয়ে নিয়েছে প্রায় এক কোটি টাকা। পোস্টারের মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তিতে এলএলবি, এলএলএম, বিবিএ, এমবিএ, এমএড, কম্পিউটার সায়েন্সসহ মোট ১২টি বিষয়ে পড়ানোর কতা উল্লেখ করা হয়েছে। চক্রটি সকল নিয়ম নীতি উপেক্ষা করে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার সৈয়দ আলী মাতবর রোডের একটি বাড়ির নিচ তলায় ৪টি রুম ভাড়া নিয়ে শ’খানেক ছাত্র-ছাত্রী ভর্তি করে সম্প্রতি কাশ শুরু করেছে। এদিকে বিষয়টি জানা জানি হলে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা চরম উৎকণ্ঠায় পড়েছেন।

গত সোমবার একটি জাতীয় দৈনিকে দারুল ইহসান ইউনিভার্সিটির একটি ভর্তি বিজ্ঞাপন প্রকাশিত হয়। ওই বিজ্ঞাপনে ইউনিভার্সিটির বেশ কয়েকটি ক্যাম্পাসের ঠিকানা থাকলেও গাজীপুর ক্যাম্পাসের ঠিকানা না থাকায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। বিজ্ঞাপনে দেয়া অ্যাডমিশন হট লাইন ০১৯১৩৩৯৩১৪০ মোবাইল টেলিফোনে ফোন করা হলে জানানো হয়, গাজীপুরে দারুল ইহসান ইউনিভার্সিটির কোন ক্যাম্পাস নেই। ইউনিভার্সিটির নাম ভাঙ্গিয়ে কেউ প্রতারণা করার চেষ্টা করলে তাদেরকে পুলিশে সোপর্দ করার কথাও জানানো হয়। গাজীপুর ক্যাম্পাসের নামে লাগানো পোস্টারে দেয়া মোবাইল নম্বর ০১৮১৯১৮৩৬৪১ ফোন করলে প্রথমে জনৈক ইকবাল নিজেকে দারুল ইহসান ইউনিভার্সিটির প্রোগ্রাম ডাইরেক্টর বলে দাবি করেন।

গাজীপুর ক্যাম্পাসটির বৈধতার প্রশ্ন করা হলে তিনি ফোনের লাইন কেটে দেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং দারুল ইহসান ইউনিভার্সিটির ওয়েব সাইটেও গাজীপুর ক্যাম্পাসের কোন অস্তিত্ব খোঁজে পাওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.