আমাদের কথা খুঁজে নিন

   

ডাওনলোড করুন ভালোবাসা, ডাওনলোড করার সেরা ১০টি সাইট

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

ইহা খ্রীষ্টপূর্ব, খ্রীষ্টাব্দ বা তাহারও তৎপূর্ববর্তী সময়ের কথা বলিতেছি, তখনও যে আমার বা এখানের অধিকাংশ কাহারো পৃথিবীতে আসিবার সৌভাগ্য হয়নাই তাহা নিশ্চিত করিয়া বলিবার সাহস রাখি, তথাপি বস্তুগত, অবস্তুগত, প্রাকৃত, অপ্রাকৃত সকল বিষয়সমগ্রকে উপেক্ষা করিয়া অদৃশ্য অনুভূত এক আবেগের যে জন্ম পৃথিবী সৃষ্টি হইবার পূর্ব থেকেই অবস্থান করিয়াছিল তাহারই পরবর্তী উন্নত সংষ্করণ ‘ভালবাসা’ ভালবাসা নামক এ প্রবল অনুভূতি প্রবণ আবেগকে নিয়ে ব্যক্তিসত্ত্বার মাঠে-ঘাটে যে কত খেলাধূলা হয় তাহার ইয়াত্তা নেই, সে কথা লিখিয়া পাঠকদের মন আজীবনও সন্তুষ্ট করা যাইবেনা, ইহা নিশ্চিত। তাই লেখকও সেদিকে অগ্রসর হইবেন না বলিয়াই সিদ্ধান্ত নিয়াছেন। কেহ কেহ ভালবাসাকে পার্থক্যভেদে শ্রেণীবিভাগ করিবার যথেষ্ট সাহস দেখাইয়া থাকেন, তাহাদের সাহসের তারিফ করিতে হয়। বিংশ শতাব্দীতে পদার্পণ করিয়া সার্বজনীন এ বিষয়টিকে নিয়া আর বাড়াবাড়ি করিবার সাধও এখন আর মনের ভেতর তেমন জাগ্রত বোধ করেনা। তবুও আগত ভালবাসা দিবসে ভালবাসার কথা লিখিতে হইবে, ইহাই বড় স্বাভাবিক, তাহাই বিবেচনায় আনিয়া কিছু লেখার চেষ্টা চরিতার্থ ছাড়া এ পোষ্টের স্বার্থ অন্য কিছুতেই নিবেদিত নহে।

…/…/…/…/…/…/…/…/…./…/…/…/…/…/…/…/ ‘ভালবাসা’ শব্দটি যে কবে আত্মস্থ হইয়াছিল তাহা জ্ঞাত বর্হিভূত। কিন্তু জ্ঞাণপোলব্ধ হইবার পর থেকেই বাক্যসংকোচন, সম্প্রসারণ এমনকি একাধিক বাক্য গঠনেও ইহার আধিক্য ছিল সর্বাধিক। বুঝিয়া না বুঝিয়া তুচ্ছ করিয়া, মূল্য করিয়া এ আবেগকে যে কতটা প্রাধান্য দেয়া হইয়াছিল - সময়ই তাহার একমাত্র স্বাক্ষী। পূর্বেই বলিয়াছি, ভালবাসার প্রকারভেদ নাই, তদ্রুপ অনুভূত হইবার স্বাদটা ব্যক্তিনির্ভর। কিন্তু একথা স্বীকার করিতেই হইবে, কালের বিবর্তনে ভালবাসার সংঙ্গার কোন পরিবর্তন না আসিলেও, প্রকাশ ভঙ্গি, স্থান, পাত্র, চাহিদা, দূর্লভতা, সহজলভ্যতা, চাওয়া-পাওয়া ইত্যাদি ভালবাসাবাসির প্রাসঙ্গিক ক্ষেত্রে কিছু নতুন মাত্রা যোগ হইয়াছে, তাহা বরং ভালবাসার সৌন্দর্যই বৃদ্ধি করিয়াছে।

এতসব কিছুর পরেও ইহার অর্ন্তনিহিত রুপের যে কোন পরিবর্তন আসেনাই তাহা অস্বীকারযোগ্য নহে। আহা আজকের কথাই ধরুন না, বাদ দিতে যাইবেন কেন ? ঠিক আজ থেকে ৫০ কিংবা ৬০ বৎসর পূর্বে চলিয়া যান, তখনকার কথা একটিবার ভাবুন, কি রকম ছিল ভালবাসার টানাটানি, কথা হইত যেমন অতি স্বল্প তেমনি স্বাক্ষাৎ যৎসামান্য, আর ছুঁয়ে দেখা ইহাতো ব্রক্ষান্ডের অতি সৌভাগ্যের বিষয়। বড্ড আবদ্ধ, সে ভালবাসায় অবারিত সবুজ মাঠের পার্শ্বের কোন লেকের দখিনা বাতাস লাগিতনা, সূর্যের দেখা কিঞ্চিত হইলেও মেঘ করিলেই গৃহবদ্ধ হইতে হত। ইহাই রীতিবন্ধ ছিল। তাহা কি পড়েন নাই কবিতায়? ছন্দে, গানের কলিতে কিংবা সাদা কালো সেলুলয়েডের ফিতায়-ও কি দেখেন নাই ? লেখকের বিশ্বাস সবাই তাহা জানেন।

…/…/…/…/…/…/…/…/…./…/…/…/…/…/…/…/ অথচ এখন দেখুন, ভালবাসা প্রকাশের সরলতা কতখানি, কত সহজেই যেমন বলতে পারছেন, কাছে যেতে পারছেন, সময়ের অনেকটা ভাগ কেন্দ্রীভূত ভালবাসাকে প্রাধান্য দিচ্ছেন, ভালবাসছেন, শেখাচ্ছেন, ভালবাসাকে নিয়ে হৈ-হুল্লোর হচ্ছে, দিবস হচ্ছে, তার উদযাপনও হচ্ছে। সমাজ, ব্যক্তিজীবন, রাজনীতি, অফিস, স্কুল-কলেজ কোন জাগাতে নেই ভালবাসা, সেজন্য আমরাও আন্দোলন করি, ছড়িয়ে দে ভালবাসা সব জায়গায়, ভালবাসতে বাসতে ভরে দে দেশ-পৃথিবী, এক ইঞ্চিও যেন খালি না থাকে ভালবাসা ছাড়া। ভালবাসব এবং বাসবই এই হোক আমাদের অঙ্গীকার। ভালবাসতে হল ভালবাসা পাওয়া চাই, হয়ত অনেকেই আছেন বিষয়টা নিয়ে কিছুটা চিন্তিত, আমি তো প্রস্তুত কিন্তু ভালবাসা কোথা থেকে পাই ? এতো আর হাট বাজারে কেনাবেচার মত বস্তু নয় যে অর্ডার করে দিলাম আর চলে এল। ভালবাসা দিবসের প্রাক্কালে তা নিয়েই যারা কিছুটা সন্দিহান এ পোষ্ট তাদেরই জন্যে।

সমাধান তো আপনারই হাতে ‘ডাওনলোড’ করে নিন। আশ্চর্য হচ্ছেন বৈকি, ডাওনলোড! ভালবাসা? জ্বী হ্যা ‘ডাওনলোড’ করে নিন আপনার ভালবাসা, ব্যাস, নুডুলসের মত ঝটপট হয়ে গেল “নো চিন্তা ডু ভালবাসা” এত ভালবাসা ভালবাসা যে করি, কখন যে এ ভালবাসা ‘ডিজিটাল ভালবাসা’ ‘ই-ভালবাসা’ ‘ভার্চূয়াল ভালবাসা’তে ট্রান্সফার হয়েছে তা তো নিশ্চয় খেয়াল করেছেন ? এখন শুধু সেখানে প্রবেশ করে ডাওনলোড করতে পারলেই হল। অবশ্য সে ক্ষেত্রে আপনাকে ভালবাসার সাইটে আসতে হবে নিজেকে একজন ‘কপোত’ বা ‘কপোতী’ রুপে পরিচয় সৃষ্টি করার পাশাপাশি ভাললাগা মন্দ লাগা, প্রত্যাশা, আকার, গঠন ইত্যাদি আগেই সোজা সাপ্টা বলে কয়ে দিতে হবে। এই তো! আপনি তো প্রস্তুত হয়ে গেলেন ভালবাসার জন্য! আর কি ! আর একটা কথা আপনার ভালবাসার ঘরে যেন অন্য কেউ না আসতে পারে সেজন্য ১৫-২০ ডিজিটের একটা জটিল পাসওয়ার্ড দিয়ে সবসময় লক করে রাখবেন। সাবধান কিন্তু এ বিষয়ে ! এবার নীচে দেয়া সাইটগুলোতে ঢু মারুন, উপরের প্রসিডিওর শেষ করে ক্রাইটেরিয়া দিয়ে পছন্দমত ভালবাসা বেছে নিয়ে ডাওনলোডের জন্য ইনভাইট করুন, একসেপ্ট হলে সোজা ডাওনলোড করে ফেলুন, ব্যান্ডউথের দিকে তাকাবেন না, ডাওনলোড যখন দিবেন একেবারে নামিয় ফেলুন।

ভালবাসা ডাওনলোডিং, সাইট নং -১ ভালবাসা ডাওনলোডিং, সাইট নং -২ ভালবাসা ডাওনলোডিং, সাইট নং -৩ ভালবাসা ডাওনলোডিং, সাইট নং -৪ ভালবাসা ডাওনলোডিং, সাইট নং -৫ ভালবাসা ডাওনলোডিং, সাইট নং -৬ ভালবাসা ডাওনলোডিং, সাইট নং -৭ ভালবাসা ডাওনলোডিং, সাইট নং -৮ ভালবাসা ডাওনলোডিং, সাইট নং -৯ ভালবাসা ডাওনলোডিং, সাইট নং -১০ ----- -------- love.com বা valobasa.com নামে কোন সাইট নেই, ইচ্ছে ছিল এ দুটোর একটি দিব এখানে। কথা আছে, সব জায়গায আবার ডাওনলোডের জন্য ফ্রী সুবিধা নাও পেতে পারেন, ক্লাস ভালবাসা নামাতে হলে আপনার পকেট থেকে দু-পয়সা খসতেও পারে, আশা করি বিষয়টা ভেবে চিন্তে নেবেন। তাহলে এখন তো আর কোন সমস্যাই থাকলনা ভালবাসা ডাওনলোডের ক্ষেত্রে, ইচ্ছেমত নামিয়ে ফেলুন, হার্ডডিস্ক একটার জায়গায় দুইটা লাগান, র্যা ম, প্রসেসর আপডেট করে নিন, কিন্তু ডাওনলোড থামিয়ে রাখবেন না, চালিয়ে যান। হার্ডডিস্ক ভরে গেলে কপি করে আবার লেগে পড়ুন, একটা কথা মাথায় রাখবেন ভালবাসা যখন নামাতে শুরু করেছেন, থামলে চলবেনা, দেখি কে কত নামাতে পারে, মনের ভেতর প্রতিযোগী মনোভাব তৈরী করুন, নামান আরো নামান। কাল তো ভালবাসা দিবস, আজকে এখনো পর্যন্ত যারা একাকী রয়েছেন, তাদের বলছি, আর কাল বিলম্ব না করে এখনই নেমে পড়ুন, মনে রাখবেন সময় নষ্ট করলে চলবেনা, আগামীকাল ভালবাসা দিবস সার্থক করতেই হবে, এট লিষ্ট যেন প্রত্যেক ঘরে ঘরে একজন করে হলেও ভালবাসা নামাতে পারি।

বিশ্বকে দেখাতে চাই আমাদের সবারই ভালবাসা আছে। অনেক কিছু নেই তাতে কি ভালবাসা তো আছে ! আসুন ভালবাসা ডাওনলোড করি, ভালবাসা দিবসকে সার্থক করি। . . . . . . ভালবাসা দিবসের এ প্রাক্কালে একজন বিশিষ্ট ভালবাসাবাসিবিদ ভালবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে উক্তি দিয়েছেন তা দিয়েই এ লেখার এখানেই ইতি টানছি, তিনি বলিয়াছেন “মেক মানি, মেক লাভ” [বি:দ্র: দয়া করিয়া কেউ সেইজন বিশষ্ট ভালবাসাবাসিবিদের নাম জানতে চাইবেন না, তাহলে এ লেখক বড়ই বিপদে পড়ে যাবে। ]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।