আমাদের কথা খুঁজে নিন

   

রবি কবিয়াল। উল্টাপাল্টা ছড়া ১.

একাকী নিরালায় কত কথা

এক যে ছিল কবি, নাম ছিল তার রবি। কবি কিসের হে আঁকত সে ছবি। রবিবাবু বললেন, ছবি আঁকা অর কবিতা লেখা দুটোই ভারি মজার খেয়েছ কি শিং, মাগুর আর গজার? রবিবাবু ছিলেন এক মস্ত কবিয়াল রচিয়াছেন কত কবিতা, কাওয়াল। একবার তো রাজসভায় গাইতে রাজার সাফাই- ডাক পড়ল রাজ্যের যত কবি কবিয়াল শত শত রাজসভায় পড়ে গেল ভিড় কবি কবিয়াল ঠেকাতে সেপাই অস্থির। কবি দেখে রাজার চক্ষু চড়কগাছ কে আসল কে নকল কেমনে করবে বাছ? এমন সময় এলো রাজার মেয়ে রূপে গুণে সে সেরা সবার চেয়ে।

‌বুদ্ধি আপনাকে দিতে পারি আব্বাহুজুর যদি এ অধমের কই নেহি কুসুর। বাতাও মেরে বেটি মনঃপুত হলে খুড়বো তোমার নামে নদী। দাও না বাবা লিখতে যা সবাই পারবে পড়তে বলিলেন রাজামশাই শোন কবিগণ; রচনা কর রবির গুণগান। কেউ লেখে সূর্যিমামা কেউবা আবার সূরুযনামা। সবার চেয়ে আলাদা রবিবাবু বোকা সে লিখল নিজ কথন।

তাই না দেখে রাজা রবিবাবুকে দিলেন খাস্তাখাজা। রবিবাবুকে বুকে নিয়ে রাজার দুঃশ্চিন্তা গেল মিইয়ে। নিজ প্রশংসা ছেড়ে এবার মোর প্রশংসা কর। সেই থেকে রবি কবিয়াল হল রাজ দরবারের মস্ত কবিয়াল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।