আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের লেখার বিষয়বস্তু কেমন হওয়া উচিত ? কি হওয়া উচিত ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

ব্লগে এখন গড়ে প্রতিদিন (২৪ ঘন্টায়) গড়ে ১৭৫ -থেকে ২১০ টি পোস্ট আসে , প্রায় ১২ থেকে ১৫ পৃষ্ঠার বেশী হচ্ছে । সেই গড় (গতকয়েখদিনের হিসেবে, আমার কাছে ব্লগের কোন সঠিক উপাত্ত নেই) থেকে দেখা যায় যে এই ব্লগে প্রতিদিন যে অসংখ্য পোস্ট যোগ হচ্ছে সেগুলোর রকমভেদ আর বৈশিষ্ট্য বেশ বিচিত্র । আর সেই ব্লগ পোস্টগুলোর বিষয়বস্তু কিন্তু বেশ মজার ।

ব্লগে যেমন কবিতা আসে, তেমনি ছোট গল্প কিংবা ধারবাহিক গল্প লেখা হচ্ছে । অনেকেই কিস্তিতে উপন্যাস লিখছেন, এছাড়া ছড়া কিংবা রম্যরচনাও লেখাহয় । কিংবা ভ্রমনকাহিনী, প্রবন্ধ-নিবন্ধ সহ সাহিত্যের এমন কোন বৈশিষ্ট্য নেই যে যার চর্চা এই ব্লগে হয় না । তবে কি ব্লগ মানে সাহিত্যচর্চার জন্য ?? নাহ , এমন সিরিয়াস সাহিত্যের সাথে আছে নানারকম সংবাদ । সংবাদ মাধ্যম হিসেবে ব্লগ কিন্তু ইতিমধ্যেই গণমাধ্যমে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ।

যেকোন বিষয় কিংবা লোকালয়ের তাৎক্ষনিক সংবাদ পরিবেশেনে তাই ব্লগ এখন সবচেয়ে বেশি দ্রুততম গতি যোগ করেছে যা প্রচার মাধ্যম গুলোকে অনেক ক্ষেত্রেই রেসারেন্স হিসেবে রসদ যোগায় । তাছাড়া সংবাদমাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ নয় অথচ তাৎপর্যপূর্ণ সংবাদের জন্য এখনও ব্লগের তেমন কোন বিকল্প নেই । এই ব্লগের লেখার সাথে আসে অনেক ফটোব্লগ, চিত্রকর্ম কিংবা নিজের তৈরী ভিডিও... অর্থাৎ কি নেই ব্লগে ?? কিন্তু সাথে সাথে ব্লগে অনেক সময় অনেক কুরুচিপূর্ণ বিষয়ও চলে আসে কিন্তু সেটা গ্রহনযোগ্য নয় । তবে যে কারণে এমন বিষয়ে ব্লগরে এই পোস্টটা লেখা শুরু করেছিলাম তার কারণ কিন্তু এসব নয় । অনেকসময় ব্লগে দেখি নানা কিসিমের লেখা হয়তো বল যায় বাচ্চাকালে পড়া সেই মুখুস্থ রচনা, গরুর রচনা.. গরু গৃহপালিত চতুস্পদী প্রাণী ... কিন্তু সেই লেখার কারণটা কি ?? সেই পোস্টটা লিখা কেন ?? অনেকই স্রেফ পোস্ট দেবার জন্যই হয়তো এমন করেন ।

আগে যখন সর্বোচ্চ পোস্টদাতাদের লিস্ট ঝোলানো থাকত তখন না হয় নিজের নামটাও ঝুলিয়ে দেয়ার জন্য এমন করতেন অনেকেই । এমন কি ইন্টারনেটে পাওয়া যেকোন লেখা সংবাদ কপিপেস্ট করতেন । কিন্তু এখন তো সেই ঝুলিয়ে রাখার বিষয়টি নেই , তবে ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.