আমাদের কথা খুঁজে নিন

   

কাম ও প্রেম

মানুষ তার নিজের সত্যাসত্য নির্ণয়ের মাপকাঠি

লিখেছেন : শান্তনু চৌধুরী ভালোবাসার ক্ষেত্রে আমরা অনেকে কামকে উপেক্ষা করতে চাই। কিন্তু কামহীন ভালোবাসা কি হতে পারে। আমরা মনে হয় না। এ ক্ষেত্রে আমি হুমায়ূন আজাদের একটি প্রবচনের কথা বলতে চাই- সুন্দর মনের চেয়ে সুন্দর দেহ অনেক বেশি আকর্ষণীয়, কিন্তু ভন্ডরা বলেন অন্য কথা। আনলেই তাই।

একটি সুন্দর মন পাওয়ার আগে সুন্দর দেহ দেখেই ভালো লাগে। এ সময়ে এসে কামহীন প্রেম আসলে ভাবা যায় না। তবে এটাও ঠিক , কামের জন্য প্রেম নয়। খুশবন্ত সিং এসব বিষয় নিয়ে ভালোই লিখেছেন। তার একটি কথা মনে পড়ছে , আর সেটি হলো আমরা আহাম্মকের মতো মনে করে আসছি।

প্রেমে মনটাই আসল। কিন্তু প্রেম টিকে থাকে কামে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।