আমাদের কথা খুঁজে নিন

   

মানসিক রোগীরা ধূমপায়ী বেশি

বাংলা ভাষােক ভালবািস মানসিকভাবে অসুস্থ মানুষের মধ্যে নানা ধরনের বদভ্যাস দেখা যায়। তুচ্ছ কারণে উত্তেজিত হয়ে ওঠা, জিনিসপত্র ছুড়ে ফেলা বা ভাঙচুর করা- এমনই নানা কিছু। এসব মানুষের মধ্যে ধূমপানের প্রবণতাও বেশি বলে জানালেন বিশেষজ্ঞরা। সুস্থ মানুষের চেয়ে মানসিকভাবে অসুস্থ মানুষের মধ্যে ধূমপানের হার ৭০ শতাংশ বেশি বলে তাঁরা জানান। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং সাবস্ট্যান্স এবিউজ অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের এক হিসাব থেকে এ তথ্য উঠে এসেছে।

২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত গবেষকরা এক লাখ ৩৮ হাজার মানুষের সাক্ষাৎকার নেন। এতে দেখা যায়, মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি তিনজনে একজন ধূমপান করেন। অন্যদিকে সুস্থ মানুষের মধ্যে ধূমপান করেন প্রতি পাঁচজনে একজন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালক ড. টমাস আর ফ্রাইডেন বলেন, 'মানসিকভাবে অসুস্থ যেসব ব্যক্তি ধূমপান করেন, তাঁদের মধ্যে অসুস্থতাজনিত কারণের বদলে ধূমপানের কারণে অকালমৃত্যুর ঝুঁকি বেশি। ' সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.