আমাদের কথা খুঁজে নিন

   

একটি গরমেলে স্বপ্ন

বাংলাদেশী

আমি হলাম শান্তি প্রিয় রাজা। আমার সাম্রাজ্য পাহাড়ের চূড়ায়। সৃষ্টিকর্তা আমাকে দুটি ক্ষমতা দিয়েছেন,প্রথমটি হল আমি অমর - কেউ আমাকে হত্যা করতে পারবে না,দ্বিতীয়টি হল আমি কাউকে হত্যা করতে পারব না,নিজেকে ছাড়া। আমার সাম্রাজ্যের পাশে আরেকটি রাজ্য পাহাড়ের ঢালে,সেই রাজ্যের রাজকন্যাকে ও দুটি ক্ষমতা দিয়েছেন তিনি,প্রথমটি হল রাজকন্যা পৃথিবীর সবচাইতে শক্তিধর এবং দ্বিতীয়টি হল রাজকন্যা আলোর বেগে ছুটতে পারত। এ দুটি ক্ষমতার জন্য কেউ রাজকন্যার রাজ্যকে আক্রমন করার সাহস করত না,আমিও না।

বরং আমি রাজ্যের সিমানায় অতিরিক্ত সেনা মোতায়ন করতাম নিরাপত্তর জন্য। প্রায়ই যুদ্ব হত,পাহাড়ের চূড়ায় অবস্হানের কারনে তেমন অঘটন ঘটত না । রাজকন্যার প্রতি ছিল আমার ভীষন অভিলাষ, কিন্তু রাজকন্যার ভূবন আমার কাছে ছিল একেবারেই অচেনা। একদিন আমি প্রাসাদের বারান্দায় অলস সময় কাটাচ্ছি ,দৃষ্টি চলে গেলো রাজকন্যার জলকেলিতে, নিমগ্ন হয়ে যাই। হঠাৎ আমি উপলব্ধি করি শক্তিধর কে যেন আমাকে জড়িয়ে,হ্যাঁ আলোরবেগে রাজকন্যা !-আমি প্রতিরোধের কোন চেষ্টা করলাম না,তার সাথে শক্তিতে পেরে উঠা সম্ভব নয়,কিন্তু আমি যে অমর - সেটা অজানা নয়।

কি চায় রাজকন্যা ? আমার চোখের দিকে তাকিয়ে আছে! ঠিক আছে রাজকন্যা, তাই হোক, তুমি যা চাও। আমি নিজেকে হনন করলাম। স্বপ্নটা ভেঙে গেল,অবাক হই,গরমেলে স্বপ্ন। স্বপ্নে অতি মনযোগ আবশ্যক। গরমেলে স্বপই যেন সব অস্হিরতার কারন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.