আমাদের কথা খুঁজে নিন

   

আলো আঁধারের কাব্য

সকল অন্ধকারের হোক অবসান

পিছিয়ে পড়া রোদ, মেখে নিক শেষ রাতের নিয়ন নক্ষত্র, পান করুক আকণ্ঠ তৃষ্ণা। স্বপ্নের ইস্তেহার, তার জেবের ভেতর। জিহ্বায় থাকুক লেহনের টান, চোখে যুবতী কৃষ্ণা। থেকে থেকে তরুণীর প্রলোভন, বলবে, মুছে নাও আমায় এই সবুজ থেকে, এই নীল, এই ভূমিরঙ থেকে। আমি তোমার দয়িতা যে ! রোদ হলোই বা কপট প্রেমী, বিলীন হও রাত্রি তার চোখে, আমরা তো পাবো অঢেল, অশেষ আলোর অমৃত আস্বাদন, আমরা এখন চাঁদের নয়, সূর্য আলোকের চকোর, দেখবো আঁধারের ‘আলোতে রোদন’ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।