আমাদের কথা খুঁজে নিন

   

ডাকি যদি এমনি করে............



যদি, একদিন খুব ইচ্ছে করে ভীষন কাঁদি, সত্যি তোকেই ডাকবো তখন- কাঁদবো একা? কক্ষনও না তুই যে আমার ব্যথার কারণ। হুম, হারিয়ে সেতো যেতেই হবে বাঁধবি কি আর- কোন বাঁধনে? বিনি সুতোর বাঁধনটুকু - থাকুক এমন, এমনি নাহয়- খুব যতনে। বারণ?? সেতো শুনিই নেকো কারো নিষেধ, কারো বারণ সবকিছুতে তোরেই ডাকি ডাকবো তখন এলেও মরণ। সঙ্গী হবি? চুপি চুপি ডাকি যদি, ঐ পারের শেষে, নিভার্বনায় থাকবো দুজন বাঁধবো বাসা মেঘের দেশে। প্রতিফলনের এই কবিতার জবাব ( তখন নাহয় আমায় ডাকিস) Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।