আমাদের কথা খুঁজে নিন

   

নন্দিনী



নন্দিনী নন্দিনী তোমায় দেখেছি সেদিন হিজলতলার গাঁয়ে অধরে তোমার হাসির রেখা আলতা রাঙা পায়ে শরৎ এর আকাশে ছুটে চলেছে হালকা মেঘের ভেলা অজানায় পথে মেলেছে পাখা যেন বসেছে চাঁদের হাটে মেলা। দূর হতে দেখেছি তোমায়, আবছা আলো ছায়ার মাঝে আসমানী রং এর শাড়ী খানা তোমায় মানিয়েছে বনলতার সাজে। পূর্বাকাশে দ্বিতীয়ার চাঁদের মন ভূলানো মিষ্টি মধুর হাসি তোমার কাজল কালো আখিঁ দু’টি বলছে মনের কথা বসন্তের ঐ মধুর ছোয়ায় বলবে কি গোপন ব্যাথা কখন যাব তোমার অরুপ রসের স্রোতের টাটে ভাসী। তোমারে বেরিয়ে চোখে, মনে পড়ে, দেখেছি মুখখানা স্বপ্নালোকে নন্দিনী দেখবে যারে করেছ পন, দেখবে কারে জানে না মন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।