আমাদের কথা খুঁজে নিন

   

কবে যাব পাহাড়ে? আহারে আহারে

::::: দেখবো এবার জগতটাকে :::::

আমি খুব ঘুরতে ভালোবাসি। পাহাড়ের সাথে পরিচয় হয়েছিল অনেক আগেই। কিন্তু পাহাড় বেয়ে উঠতে কিংবা পাহাড়ি জীবনধারায় সম্পৃক্ত হয়ে অবারিত বন-পাহাড়ের মাঝে হেটে হেটে ঘারে ব্যাগপ্যাক কাধে দূর দিগন্তে চলে যাওয়ার আনন্দ শিখলাম অনেক পরে। জানলাম ট্রেকিং, ব্যাগপ্যাকিং হাইকিং এটাই সবচেয়ে রোমাঞ্চকর আউটডোর স্পোর্টস। আমাকে ট্রেকিং এর সাথে পরিচয় করে দিয়েছিল যে, সে বিখ্যাত মানুষ।

বান্দারবান বাজারে হাটলেই ১০টা পরিচিত লোক বেড়িয়ে আসে তার সাথে হাত মেলাতে। রুমাবাজারের একদিন গভীর রাত ছাঁদে বসে পুরো দল মিলে দেখছিলাম অবারিত নক্ষত্ররাজী। আমি তাকে জিজ্ঞেস করলাম, ঃ তোমার হবি কি? ঃ গান শোনা, বই পড়া, মুভি দেখা। ঃ প্রিয় বই কোনটা? ঃ বিভুতীভুষানের চাঁদের পাহাড়। ঃ প্রিয় মুভী কোনটা? ঃ কে-টু পর্বত অভিযান নিয়ে দি ভার্টিকাল লিমিট।

ঃ আমি উত্তর জানতাম এর পরেও জিজ্ঞেস করলাম, প্রিয় গান? ঃ কবে যাব পাহাড়ে? আহারে আহারে। নভেম্বরে শেষ গিয়েছিলাম ট্রেকিং এ। সিপ্পি পর্বতের সবচেয়ে উচু চুড়া আরসুয়াং এ উঠতে। দুটো মাস পেড়িয়ে গেছে মাঝে, হাফ ধরলো তাতেই। বন পাহাড়ের নেশা ভয়ঙ্কর।

আজ রাতে আবার যাচ্ছি পাহাড়ে। ইস! তর সইছে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।