আমাদের কথা খুঁজে নিন

   

বড় জয় এনে দিয়েছে আগামীর শুভসূচক



আজ আমরা কত শান্ত নীরবে নীভৃত্বিতে আরাম আয়েশে এ সোনার বাংলাতে বসবাস করছি। আমি এদেশের সন্তান হয়ে গর্ববোধ করি। এদেশের মাটির সাথে আমার একটা নাড়ীর সম্পর্ক রয়েছে। আমার তখন আরো ভাললাগে যখন এদেশের দরিদ্র কৃষকেরা সারাদিন পরিশ্রম করে উত্তপ্ত রোদে গাঁ পুড়িয়ে সোনার ফসল ফলিয়ে ঘরে নিয়ে আসে। ক্লান্ত সন্ধ্যায় বাড়িতে এসে বউয়ের হাতের ঠান্ডা ভাত আর একটা শুকনা অথবা কাচা মরিচ দিয়ে ভাত।

শান্তিতে খড়ের তৈরি কুঁড়ে ঘরে দুজনে মিলে মিশে থাকে। কি সুন্দর তাদের বাস যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তাহলে কি এ জন্যই বিশ্ব কবি বলেছেন, আমি ধন্য এদেশে জন্ম নিয়ে, আমি এদেশে বার বার জন্ম নিতে চাই। আর এদেশটাকে পাকিস্তানি হানাদার বাহিনী নিজেদের করে নিতে চেয়েছিল। তাইতো বিখ্যাত মানুষীরা বলেছেন, ওরে পারবিনা এদেশে জন্ম নিবে ভাল ভাল জ্ঞানী ব্যক্তিরা।

যারা এদেশকে সমৃদ্ধির স্বর্ন শিখরে নিয়ে যাবে। তাইতো কত লাখো লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এদেশ। কত মায়ের ইজ্জতের আত্মত্যাগের এ কাঙ্খিত স্বদেশ। আমরা তোমাদের কথা শ্রদ্ধা ভোরে স্মরণ করবো। তোমরা আমাদের বড় জয় এনেদিয়েছো।

তাই তো প্রতিশোধ মুখোর অগ্নিশিখার মতো উদ্বাত কণ্ঠে বলতে চাই হে বাংলার গৌরবময় জাতি তোমাকে ধন্য বাদ জানিয়ে ছোট করতে চাইনা। তোমরা দিয়েছো স্বাধীনতার স্বর্নালী সূর্য তোমাদের জয় আমাদেরকে আগামীর হাতছানি দিতে প্রেরণা যোগাবে। তাই তোমাদের আর্তনাদ মূখোর বিরহী আত্মার বেহেস্ত কামনা করি। তোমার দের দুঃভাগ্য যে নতুন দেশের জন্ম দিলে মা, বাবা, ভাই এবং বোনেরা কিন্তু নতুন দেশের একফোটা পানি খেতে পারলে না। হে বীর বুদ্ধিজীবিরা তোমরা স্বর্গ থেকে দেখে নেও আমরা কত শান্তিতে বাস করছি।

তোই তো তোমাদের জয় আমাদেরকে এনে দিয়েছে আগামীর দিনের সাফল্যের সম্ভাবনা। হে জ্ঞাতীজনেরা তোমরা চিন্তা করোনা আমরা আসবো কিন্তু আসার আগে এদেশ থেকে জঞ্জাল মুক্ত করে তারপর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।