আমাদের কথা খুঁজে নিন

   

আধো আলো আধো ছায়ায় চেনা মানুষ অচেনা হয়ে যায়।

মানুষের জীবনের ঢের গল্প.......

আমার আজ অনেক দিন পর আমার এক বন্ধুর সাথে দেখা। একটা সময় এই মেয়েটার সাথেই ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছি, শপিং করা তো ওকে ছাড়া হতই না। সারা দিন কোথায় কি করছি সব না বললে পেটের ভাত হজম হতো না। ইচ্ছা হলেই রিকশা করে ঘুরতে চলে গেছি। কোন কারন ছাড়াই হাসতে হাসতে গড়াগরি।

আমাদের চেহারাতেও নাকি ভীষন মিল। বদ্ধুরা সব সময় ক্ষেপাতো আমাদের। আমরা সব কাজ একসাথে করি তাই। বলতো ও নাকি ওর "তার" চেয়ে আমার সাথেই বেশীক্ষন থাকে। কিন্তু আজ.............. ১৫/১৬ দিন হবে পারত পক্ষে কেউ কারো সামনা সামনি হই না।

ওকে দেখা মাত্রই বুকের ধুক ধুকানিটা বেড়ে গিয়ে ছিল। কোথায় যেন ব্যাথা। আমার পরম আত্নীয় বলেই মনে করি আমি। অথচ আজ ওর সাথে কথা বলবো কিনা তাই নিয়েই দ্বিধায় ভুগেছি। তবু কথা বললাম [কেমন আছিস?] [এইতো ভাল] ব্যাস শেষ।

মনে পড়ল কবিতার লাইন "তুমি মোরে পার না বুঝিতে .................................... ................................... কিছু আমি করি নি গোপন দুর্বোধ (রবি ঠাকুর) আমার বিবেক বুদ্ধিতে যতখানি আসে তার সবটুকু দিয়েই তার মঙ্গল কামনা করেছি এবং করবো। কিন্তু আজকে তার আর আমার মাঝে সপ্ত পারাবার। আমার বন্ধুরা কেন এভাবে হারিয়ে যায়? আধো আলো আধো ছায়ায় চেনা মানুষ অচেনা হয়ে যায়। মানুষের জীবনের বেশিটা সময় কেটে যায় হতাশায়। তবুও মানুষ জীবন সাজায় রঙ্গীন আশায়


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।