আমাদের কথা খুঁজে নিন

   

নাটকটা হয়া গেল

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

অবশেষে নাটকটা হয়া গেল। আমার লেখা একটা নাটক। নাম দগ্ধ। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে লেখা। আজ সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই নাটকটি মঞ্চস্থ হল।

মঞ্চস্থ করল আমার নাটকের দল নাটুয়া। গত বছর একটি কর্মশালায় অংশগ্রহণ করি। এই কর্মশালায় লুসি তৃপ্তি গোমেজের ধারণা থেকে আমি নাটকটির স্ক্রিপ্ট তৈরি করি। পরবর্তীতে আমার দল নাটুয়া নাটকটি রিহার্সেল শুরু করে। প্রথম প্রদর্শনী হয় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে।

প্রদর্শনী হয় ৮ নভেম্বর। দ্বিতীয় প্রদর্শনী হয় ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। আজ হল এই পথ নাটকের তৃতীয় প্রদর্শনী। নাটকটিতে যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি সমসাময়িক নাগরিক সমস্যা তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত এ জাতীয় পথনাট্যোৎসব শুরু হয়েছে গত ১ ফেব্রুয়ারি।

চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সারা দেশ থেকে মোট ২৮টি নাটকের দল তাদের পথ নাটক নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।