আমাদের কথা খুঁজে নিন

   

সহজ করুন¬¬¬ e-mail-এ ঢোকার পথ, user name এবং password ছাড়াই প্রবেশ করুন e-mail

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

আমরা যারা নেট ব্যবহার করছি, তাদের ক্ষেত্রে অপরিহার্য একটি বিষয হচ্ছে, মেইল চেক করা। সকালটাই শুরু হয় ইনবক্সে নতুন কি মেইল আসল তা দিয়ে। কিন্তু এই মেইল চেক করার জন্য আপনাকে প্রথমে ব্র্রাউজারে ঢুকতে হবে, মেইল একসেস পেইজ খুলে, ইমেইল আইডি, পাসওয়ার্ড টাইপ করে তারপর পাওযা যাবে ইনবক্স। একটু শর্টকাট করেই বলি, এতকিছু করেও কিন্তু আমরা মেইল চেক করছি, তথাপি কাজটি যদি আরও সহজ করে দেয়া যায় তাহলে সময়ও বাচঁল আবার এতগুলো প্রসেসের হাত থেকে কিছুটা স্বস্তিও পাওয়া গেল। কিভাবে ? ধরুন আপনার পিসির ডেক্সটপে একটি তৈরী শর্টকাট থাকল, পিসি ওপেন করে শুধু সেই শটকার্টে ক্লিক করলেই হল, সোজাসুজি সে নিজে থেকেই ব্রাউজার ওপেন হয়ে অটো লগইন করে আপনার মেইলে নিয়ে যাবে।

কাজটা কত সহজেই হয়ে গেল তাইনা ? একবার শুধু শর্টকাট করে নিলেই হল, ব্যস। অবশ্য এজন্য আপনাকে সেই শর্টকাট তৈরীর সময় একটি কমান্ড লাইন লিখতে হবে। (পোষ্টে যথাক্রমে তা দেয়া থাকল কপি-পেষ্ট করলেই হবে) ১) ডেক্টটপে মাউসের ডান দিকে ক্লিক করে একটি নতুন শর্টকাট তৈরী করুন ২) “Type the location of the item” – বক্সে নীচে দেয়া যে কোন সার্ভিসের একটি কোড সেখানে কপি-পেষ্ট করুন। [ব্রাকেট ছাড়া] ৩) MYUSERNAME – এর স্থানে আপনার ইমেইল আইডি এবং MYPASSWORD – এর স্থানে আপনার ইমেইলের পাসওয়ার্ড টাইপ করুন। ৪) Next – এ ক্লিক করে পরের স্টেপে যে শর্টকাটটি তৈরী করতে যাচ্ছেন তার একটি নাম দিন, নিজের পছন্দনুযায়ী।

৫) Finish করে শর্টকাটটি তৈরী কমপ্লিট করুন। এবার ডেক্সটপে তৈরী হওয়া শর্টকাট-টিতে ক্লিক করে উপভোগ করুন সরাসরি ইমেইল চেকিং, ইউজার নেইম, পাসওয়ার্ড ছাড়াই। CODE My Yahoo! [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://my.yahoo.com] Yahoo! Mail: [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://mail.yahoo.com] Compose Yahoo! Mail: [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://compose.mail.yahoo.com] Yahoo! Address: [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://address.yahoo.com/yab/us] Yahoo! Notepad: [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://notepad.yahoo.com] Yahoo! Briefcase: [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://briefcase.yahoo.com] Yahoo! Groups: [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://groups.yahoo.com] Yahoo! Calendar: [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://calendar.yahoo.com] Yahoo! Geocities: [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://geocities.yahoo.com] Yahoo Photos: [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://photos.yahoo.com] Yahoo 360: [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://360.yahoo.com] Yahoo Chat: [http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://chat.yahoo.com] কিন্তু, এই টিপসটি শুধুমাত্র ইয়াহু সংশ্লিষ্ট সার্ভিসগুলোর ক্ষেতে প্রযোজ্য। যা ইতোমধ্যে আপনারা সার্ভিসগুলোর কোড দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।