আমাদের কথা খুঁজে নিন

   

সুর উৎসব-১

"এক ষ্টেশনের টিকেট কেটে অন্য কোন স্টপেজে নেমে পড়া আমার আজন্ম স্বভাব" ইয়াহু মেসেন্জার : ahmed_wpsi@yahoo.com

গলে পড়া জোছনায় ভাদুরে চোরা স্রোতে ভেসে ভেসে বহুদুর; নীল-নীল কষ্টগুলো সহসা ধ্রুপদী মূর্ছনায়---- চীর অচেনা গন্ধেতে বুঝি আড়ালে মিলিয়ে যায়। পাড়ার কৃষাণ ছেলে না বুঝে খেলার ছলে-- একদা তুলেছিল সুর তার মোহন বাঁশিতে-- আকাশ টা কেঁপেছিল শিরীষ বন দুলেছিল সপ্তমীর চাদঁ সাক্ষী ছিল সেই সর্বনাশা রাত্রিতে।।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।