আমাদের কথা খুঁজে নিন

   

"কেন আমি ধর্ম ত্যাগিলাম" - আত্নজীবনী মুলক লেখা বিষয়ক একটা ম্যানুয়াল পোস্ট।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

ব্লগে দেখলাম "কেন আমি নাস্তিক" হইলাম বিষয়ক লেখা আহ্বান করা হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে আমি নাস্তিক না বা নাস্তি হবার কোন পরিকল্পনা নেই বিধায় সেই মহান লেখার আহ্বানে সাড়া দিতে ব্যর্থ। কিন্তু ঘটনাচক্রে সেপ্টেম্বর ১১ এরপর নাস্তিকতার মহাপ্লাবন দেখে আর ক্ষেত্র বিশেষ তাদের সাথে বহাস করার সুবাদে এই বিষয়ে কিঞ্চিত জ্ঞান আরোহন করেছি। যদি কোন উৎসাহী বখ্য্তি নাস্তিক কেন হইলাম বিষয়ক লেখায় যোগ দিতে চান - কিন্তু কোন ক্লু না পেয়ে কিছুটা চিন্তিত আছেন - তাদের সহায়তার জন্যে এই পোস্টের অবতারনা। মোটামুটি নাস্তিক হওয়া বলতে আপনাকে বলতে হবে কেন ইসলাম ত্যাগ করলেন।

মুলত আপনি কি কোন দিন সজ্ঞানে ইসলাম নামক ধর্মকে গ্রহন করেছিলেন কিনা বা পারিবারিক সংস্কৃতির অংশ হিসাবে কিছু অনুশাসন পালন করেছেন - তা বিবেচ্য নয়। আপনাকে ইসলামের নামে প্রচারিত কিছু বই - যেমন মোকসেদুল মোমেনিন বা বেহেস্তের কুঞ্জি জাতীয় বই থেকে তালাক আর হিলা সম্পর্কিত বিষয়গুলো জানতে পারলে ভাল। তারপরও যদি আপনি সেই দিকে না যেতে চান - আরো শর্টকার্ট আছে। বাংলাদেশের কিছু প্রতিযশা মানুষের নাম আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন হুমায়ুন আজাদ, আহম্মদ শরীফ আর তসলিমা নাসরিন।

আর হুমায়ুন আজাদের নারী বইটির নাম অবশ্যই মনে রাখতে হবে। সাথে তসলিমা নাসরিনের নির্বাচিত কলামের নাম জানলে অবশ্যই ভাল হয়। তারপর আইডিয়ার জন্যে ডুকে পড়েন মুক্তমনা ওয়েব সাইটে। সেখানে সাঈদ কামরান মির্যা আর আবুল কাসেমের কিছু লেখা আছে যেখানে ইসলাম আর কোরআন নিয়ে যা বলা হয়েছে মোটামুটি বাংলাদেশী নাস্তিকরা এর ভিতরেই ঘুরপাক খায়। আপনাকে আর কিছুই ভাবতে হবে না - ওদের যে কোন লেখার উপসংহারটা মেরে দিন।

তারপরও যদি আপনি আরো কঠিন কিছু লিখতে চান - তবে গুগোলে গিয়ে সার্চ দিন - "why I left islam" ফলাফল - Results 1 - 10 of about 21,700,000 for why I left islam. (0.14 seconds) এখান থেকে সুবিধামতো একটা আর্টিকেল নিয়ে উপরে যাদের নাম আর বই এর নাম বললাম - সেগুলো দিয়ে কাস্টোমাইজ করুন। এরপর পোস্ট দিন। দেখবেন ব্লগের নাস্তিকগন সমস্বরে বাহাবা দিতে থাকবেন। একটা কথা বলতে ভুলে গেছিলাম - আপনি অবশ্যই আরজ আলি মাতুব্বরের নাম নিতে ভুলবেন না। এই বিষয়ে নিশ্চিত থাকেন - আরজ আলি মাতুব্বরেনর কোন লেখা যদি না পড়েন তাতে সমস্যা নেই - শুধু আপনার নামটাই জানলে হবে।

(আমার কথা যদি বিশ্বাস না হয় - ব্লগের নাস্তিকদের পোস্টে গিয়ে দেখতে পারেন - কেউই কোন দিন আরজ আলি মাতুব্বরের কোন লেখা থেকে একটা লাইনও কোড করেনি) নিজেকে দ্রষ্টব্য করার জন্যে "কেন নাস্তি হইল ( মুলত তেন ইসলাম খারাপ) ধরনের পোস্ট খুবই কার্যকরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।