আমাদের কথা খুঁজে নিন

   

বুক ভাসাই আজ নোনা জলে (ডায়রীর পাতা থেকে)...... (পর্ব তিন)


পর্ব এক পর্ব দুই অক্টোবর ২৪, ২০০৪ - দুপুরের পর থেকেই আজ সাইবার ক্যাফে থেকে অনলাইন হয়ে বসে ছিলাম। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও তোমাকে পেলাম না। তোমাকে কি আর পাবোনা ? কাল আমার একটা ক্লাস টেস্ট আছে, কিন্তু কোন ভাবেই পড়তে পারছিনা। অক্টোবর ২৫, ২০০৪ - আজ ইউনিভার্সিটি থেকে সোজা সাইবার ক্যাফেতে যেয়ে দেখি তুমি অনলাইনে আছ। ভুলেই গিয়েছিলাম ক্লাস টেস্টটা ভাল হয়নি সেই কথা।

তোমাকে অনলাইনে পেলে ভেতরে কেমন একটা অনুভূতি হয়, যা আগে কখনো হয়নি। আজ জানতে পারলাম তুমি তোমার এইচ. এস. সি দিয়ে এখন অবসর সময় কাটাচ্ছ। আমি জানিনা তোমার সাথে কেন আমার এত ভাল জমে। এমন অসাধারাণ মানসিকতার মেয়ে আমি সত্যি জীবনে আর কোনদিন দেখিনি। তবে আজ এটা বুঝতে পেরেছি, কাল অনলাইনে আসতে না পেরে তুমিও শান্তি পাওনি।

জানিনা, কেন এতটা ভাল লাগে যতক্ষণ তোমার সাথে কথা হয়। আজ জানলাম তোমার পরিবার সম্পর্কে, জানিনা এত অল্প সময়ে একজন মানুষ আরেকজনকে কতটুকু চিনতে পারে। কিন্তু মাত্র দুইদিন কথা হয়ে আমার মনে হচ্ছে অনেকটুকু চিনেছি তোমাকে। মনে হয় অনেকদিনের চেনা তুমি আমার। ওহ, আজতো তোমার ফোন নম্বর পেয়েছি।

কিন্তু কি করি, আজ যে পকেটে টাকা ছিলোনা, তাই মোবাইলের কার্ড কিনতে পারিনি। আগামী সপ্তাহেই টিউশনির বেতন পাব, তখন মন ভরে তোমার সাথে কথা বলবো। আইসক্রিম তোমার খুব পছন্দ, তাইনা? কিন্তু তোমারতো আবার ঠান্ডার সমস্যা আছে। থাকলে আছে, একদিন আইসক্রিম খেয়ে কিছুই হবে না। টিউশনির বেতনটা পেয়ে নেই, তারপরেই তোমাকে আইসক্রিম খাওয়ার জন্য দাইওয়াত করবো।

আসবে না? আমি জানি তুমি আসবে। আমি জানি ঠিক এখন তুমি আমার কথা ভাবছো। আচ্ছা, আমি মেয়েটাকে যতটা কাছে টেনে নিচ্ছি সেকি আমাকে নিয়ে এমন ভাবছে? নাকি আমাকে নিয়ে মজা করছে? না, ও আমাকে নিয়ে মজা করতে পারে না। এমন সাদা মনের একটি মেয়ে আমাকে নিয়ে মজা করবে তা হয়না। আজতো তোমার ছবিও দেখলাম।

এত শুকনো কেন তুমি? রেজাল্টের চিন্তায়? তোমার রেজাল্ট অবশ্যই ভাল হবে। ওহ তুমিতো আবার ইম্মেচিউরড বেবী। তাই একটু শুকনো-পাতলা হওয়াটা স্বাভাবিক। সত্যি বলছি কোনদিন তোমাকে কষ্ট দিবো না। বন্ধু হিসেবে হোক, আর অন্য কিছু হোক সবসময় তোমার হাসি দেখতে চাই।

কি চমৎকার তোমার হাসি। ইস্ ভুল হয়ে গেছে। তোমার ডিস্প্লে থেকে ছবিটা নিয়ে নেয়া উচিত ছিল। তাহলে এখন চাইলেও তোমাকে দেখতে পেতাম। যাই হোক কাল তোমার কাছে চেয়েই নিব তোমার ছবি।

অক্টোবর ২৬, ২০০৪ - কি লিখবো আজ, আমারতো আজ কিছু লিখার নেই। আজ শুধু তোমাকে দেখবো। যতক্ষণ জেগে আছি আজ তোমাকে দেখবো শুধু। [চলবে]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।