আমাদের কথা খুঁজে নিন

   

এক সঙ্গে দুইখানা

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

স্বর্ণকেশর আমি যা দেখছি তা কালিমা। রাষ্ট্র সভায় বাঘের খাচায় মানুষের ন্যুজ্ব ছায়া। ভাঙাচোরা মুখের ভাজে ঋণগ্রস্ত নির্জন চাহনি ক্রোধহীন চোখের গর্তে সবুজহীন শুষ্কনদী। সবুজের মধ্যে বেড়ে ওঠো রাখালের বাঁশিতে। তীরধনুকের বাটে বাটে ছড়িয়ে পড়ুক আগুনের লালচে রঙের যাদুঘর।

প্রতিবাদের গারদে ফুটে উঠুক কোকিলের দেশ গ্রাম্যরমণীর হাঁসুলীতে হাসি ফুটুক। কণ্ঠস্বরে তালা মেরে বসে আছে রাজনীতির উন্মূল ভাগাড়ীরা। ছদ্মবেশি মুখোশের তলে সুশীলেরা সুশাসনের কার্পেটে গড়িয়ে দিচ্ছে মার্বেল... সেনাছাউনির বনভোজনে বেজে উঠছে সানাই, ক্ষুধার্ত মানুষেরা রাস্তার পাশে হাটুর ভেতর মাথা ঢুকিয়ে দেখছেনা স্বপ্ন দেখছে ড্রেনউপচানো ঢেউ, কালো কুমির। আমি স্বপ্ন দেখছি। ভাঙা স্তনের স্বদেশে গড়ে তুলছি তাঁতশিল্প পুকুরঘাট, ময়নাপাখির খাঁচা।

কালিমার ভেতর জাগছে লাল ভোর জেগে উঠছে সাহসের রাহুগ্রাস, ক্ষুধার্ত আত্মার নুয়ে পড়া স্বর্ণকেশর। কবিতার ভবিষ্যৎ ধরতে চাই দিক বদলের মধুমাছি প্রত্নস্তনের বোবা চোখের গহ্বরে যারা উড়ে গেছে তাদের কবজির উপর ঘড়ির দাগ দেখবো মৌয়ালের দীর্ণ বক্ষের চূর্ণ সন্ধ্যায় এস্ট্রের পাশে প্রজাপ্রতি ম্যাচ বাক্স থেকে বের হয়ে শলাকায় জ্বলে উঠবে বিবির গোলামেরা দেখবো অন্ধ সুরঙ্গ গ্লাসের শব্দে সীমাহীন স্বাধীনতার আঙুরবাগানে মাছিদের পাখনার তলে স্রোত বয়ে যাওয়া নদীতে যাদের নাও ডুবে গেছে তাদের হাড়কঙ্কালের কলঙ্ক মুছে দিয়ে ডাঙায় উঠে আসবে চিন্তার রাজকুমার ------------- বৈঠার শব্দ দিন বদলের মধুরচাকে যারা উড়ে গেছে তাদের কবজির উপর ঘড়ির দাগ দেখবে শহরতলির জোনাকেরা দিন বদলানো ক্যামেরায় ছবি তুলে রাখবে রচনা কাল: ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।