আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের বিচার করবোই- প্রধানমন্ত্রী

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

যুদ্ধাপরাধীদের বিচারের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে নবম জাতীয় সংসদ। যুদ্ধাপরাধীদের বিচারে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হবে। বিচার হবেই। বিচার আমরা করবোই। " বিডিনিউজ২৪.কম/ প্রধান বিরোধী দল বিএনপিসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামীর দুই সাংসদ এসময় অনুপস্থিত ছিলেন।

সিলেট - ৩ আসনে আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার প্রস্তাবটি তুলে বলেন, "৩৮ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। আর, দেরি না করে ট্রাইবুনাল করে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এদের বিচার না করলে ৩০ লাখ শহীদের রক্ত আমাদের অভিশাপ দেবে। যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে। " সাতক্ষীরা - ১ আসনের সাংসদ শেখ মুজিবুর রহমান ফাঁসিতে ঝুলিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান।

ঢাকা - ৮ আসনের রাশেদ খান মেনন বলেন, "অবিলম্বে, ১৯৭৩ সালের আন্তর্জাতিক যুদ্ধাপরাধী বিচার আইন কার্যকর করা হোক। প্রসিকিউটর নিয়োগ দেওয়া হোক। " জাতীয় সংসদের মত আমরাও আশাবাদী যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।