আমাদের কথা খুঁজে নিন

   

সুখ-১০



এখানে যখন আসি বাধ্যগত মন আমার সাথেই ছিলো। ছিলো না কেবল মনের ভেতরে সুখ। অটুট যে বল মাথা উঁচু রাখে, তারো ছিলো আয়োজন। তুমি এলে বেড়ে গেলো বুকের কাঁপন ! উথাল পাথাল ঢেউ, নাও টলোমল। মুখে হাসি, ফণা তোলা সাপের ছোবল ! সব কিছু নিয়ে তুমি সেজেছো আপন। যখন বেরিয়ে আসি, হঠাৎ করেই নিজেকে দারুন নি:স্ব মনে হলো দেখে; বুঝে ফেলি মন আর অতি বাধ্য নেই ! যে মন সাথেই ছিলো এসেছি তা রেখে। হারাবার দু:খ নিয়ে যে মরে মরুক, আমি জেনে গেছি এই নি:স্বতার সুখ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।