আমাদের কথা খুঁজে নিন

   

হায় ব্যাঙ!

পড়ি, লিখি, বেড়াই, করি ফোনালাপ...

বিশ্বের মানুষ বছরে ব্যাঙ খাচ্ছে ১০০ কোটি প্রতিবছর বিশ্বের মানুষ প্রায় ১০০ কোটি ব্যাঙ খাদ্য হিসেবে গ্রহণ করে। ব্যাঙ রপ্তানি সংক্রান্ত জাতিসংঘের দেয়া তথ্য বিশ্লেষণ করে এ কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। মানুষের রসনা পরিতৃপ্ত করার জন্য ব্যাঙের মতো উভচর প্রাণীদের এক-তৃতীয়াংশ প্রজাতি এখন হুমকির মুখে। আর এ হুমকি গুরুতর হওয়ার প্রধান কারণ তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়া। জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ ও রোগের আক্রমণ ছাড়া কিছু উভচর প্রাণীর বিলুপ্তির অন্যতম কারণ মানুষের শিকারে পরিণত হওয়া।

বিশেষজ্ঞদের হিসাবে, ব্যাঙের প্রধান দুই আমদানিকারক ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। এছাড়া পূর্ব এশিয়ার কিছু দেশেও উল্লেখ-যোগ্য পরিমাণ ব্যাঙ খাওয়া হয়। জার্নাল কনসারভেশন বায়োলজির আগামী সংখ্যায় এ নতুন গবেষণাটি প্রকাশিত হবে। অস্ট্রেলিয়ার অ্যাডেলেইড ইউনিভার্সিটির প্রফেসর কোরে ব্রাডশ বলেন, ইউরোপজুড়ে স্কুল ক্যাফেটারিয়ার মেন্যুতে ব্যাঙের পা অনিবার্য। এছাড়া এশিয়ার মার্কেট স্টল ও ডিনারের টেবিলে এবং বিশ্বজুড়ে রেস্টুরেন্টগুলোতে হরহামেশাই থাকছে ব্যাঙ।

ব্রাডশর বিশ্লেষণে ব্যাঙের প্রধান রপ্তানিকারক ইন্দোনেশিয়া। প্রতিবছর ৫ হাজার টন ব্যাঙ রপ্তানি করে দেশটি। যেভাবে ব্যাঙ শিকার হচ্ছে, তাতে শেষ পর্যন্ত খাওয়ার জন্যও মানুষ ব্যাঙ পাবে না। বিশেষ করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ান রেড লেগ প্রজাতির ব্যাঙ দিন দিন বিরল হয়ে উঠছে। উভচর প্রাণীর বাণিজ্যের সঙ্গে বিশ্বের মাছ ব্যবসায়ের তুলনা করছেন বিশেষজ্ঞরা।

আর উভচর প্রাণীর যে বাণিজ্য হয়ে থাকে তার বেশিরভাগই হয় অবৈধ পথে। বিশেষজ্ঞদের মতে, অনেক দেশের কাস্টমসেরই এসব অবৈধ চালান ধরার মতো যথেষ্ট যন্ত্রপাতি নেই। সূত্র : বিবিসি অনলাইন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।