আমাদের কথা খুঁজে নিন

   

আয়, দেখে যা

বন্ধুভাবাপন্ন

আমাদের ভোর ফোটে প্রাণময়, পাখিদের কলরব গানময়, সকালের শুরু তাই ঘ্রাণময়। তুই এসে দেখে যা। এসে তুই দেখে যা। রোদ্দুর গলা সোনা ঢালছে, সাদা মেঘ আকাশেতে ভাসছে, পাতারাতো কবে থেকে নাচছে। তুই এসে দেখে যা।

এসে তুই দেখে যা। প্রজাপতি সব মিলে উড়ে যায়, চাঁপা, জবা, জুঁই থেকে জিনিয়ায়, ফুলেরাও খুশি হয় চমকায়। কিরকম, দেখে যা। এসে তুই দেখে যা। দুপুরেতো একসাথে চলে যাই, নদীতে গোসল করি গা ভেজাই, ফেরার পথেতে রোদে গা শুকাই।

তুই এসে দেখে যা। এসে তুই দেখে যা। ঘাসেদের দলে এসে দেখ্ না, ফড়িংগুলোকে হাতে রাখ্ না, এইভাবে সময়টা যাক্ না। কি হয় দেখে যা। এসে তুই দেখে যা।

বিকেলেতো মোরা সব একাকার, দৌড়-ঝাঁপ, খেলাধূলো, চিৎকার, সন্ধ্যায় ঘরে ফেরা যার যার। তুই এসে দেখে যা। এসে তুই দেখে যা। এখানেতো রাত্তিরে উৎসব, শেয়াল আর জোসনার কলরব, জোনাকীর বুকে আলো ধ্বক্ ধ্বক্। কেমন তা দেখে যা।

এসে তুই দেখে যা। জানালার কাঁচ তুলে উঁকি মার্, ভেজা এই বাতাসেতে দম ছাড়্, দরজাটা খুলে তুই দৌড় ঝাড়্। তুই এসে দেখে যা। একবার দেখে যা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।