আমাদের কথা খুঁজে নিন

   

ভালো থেকো তুমি

...ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাচিয়া,সদাই ভাবনা, যা কিছু পায়, হারায়ে যায়, না মানে স্বান্তনা...

ভালো থেকো তুমি, চলতি পথে, বাসে কিংবা অন্যকোন খানে, যখনই দেখি, বলি, "ভালো থেকো তুমি"। হয়তো আমি ভালো নেই, হয়তো পুরোনো দিনগুলো আমাকে লুকিয়ে কাঁদায়, হয়তো তোমার জন্য লিখতে বসি, সবাইকে হাসিমুখ দেখিয়ে, ভেতরে ভেঙ্গে পরি শক্ত আমি, তারপরও বলি, "ভালো থেকো তুমি"। এখনো আমি কিসের অপেক্ষায় থাকি, বাজবেনা যেনেও ফোনটার দিকে তাকিয়ে, দিন যায়, বেলা যায়,সন্ধ্যা ফুরায়, তারপরও বলি, "ভালো থেকো তুমি"। আমি জানি, হয়তো আমার আর ভালো থাকা হবে না, হয়তো স্মৃতিগুলো বুকে নিয়ে বেঁচে থাকবো, সময়ের স্রোতে একদিন হারিয়ে যাবো, তবুও বলি, "ভালো থেকো তুমি" বি:দ্র: বেশ কয়েকদিন থেকে চেষ্টা করছি কবিতা লেখার।অনেক সাহস করে লিখেই ফেললাম।পোষ্টটি ব্লগার সহেলী আপুকে উৎসর্গ করে।তার রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে -অসাধারন এই সিরিয়াল পোষ্টটির সৌজন্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.