আমাদের কথা খুঁজে নিন

   

আজ শাহবাগ চত্ত্বরে যাবো। কেন যাবো? আর আমার কিছু পর্যবেক্ষণ।

এসো নীপবনে আজ শাহবাগ চত্ত্বরে যাবো। কেন যাবো? আজ শাহবাগ চত্ত্বরে যাবো, অবশ্যই যাবো। মানুষ হিসেবে যারা মানুষের বিরুদ্ধে এমন জঘন্য হত্যাকান্ডের যজ্ঞে মেতে উঠেছিলো, তাদের আমি মানুষ মনে করিনা। তাই, সেই অমানুষদের বাঁচাতে তৎপর বিভিন্ন কায়েমী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ এবং এই বিচারের জনমনের দাবীর সেই রায় পুনঃপ্রতিষ্টায় নিজের সংশ্লিষ্টতার জন্য শাহবাগ চত্ত্বরে যাবো। সবার সুরে সুর মিলাবো।

বাসায় বসে বসে টিভির টকশো দেখে, বিভিন্ন চ্যানেল এর সংবাদ দেখে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছেঃ ১. ব্লগারদের ডাকে সারা দিয়ে সাধারণ গণমানুষ এর যে ঢল নেমেছে তাদের একটাই দাবী, কাদের মোল্লার বিচারের রায় মানি না, ফাঁসি চাই। সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। রাজাকারদের ফাঁসি চাই। ২. সাধারণ মানুষ এখানে এসেছেন একাত্বতা ঘোষণা করতে। তবে সবাই তাদের মনের কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে না পারলেও দাবী সম্পর্কে সকলেই সচেতন - 'রাজপথ ছাড়ি নাই, জেল নয় ফাঁসি চাই।

' (এইটা আমার বানানো শ্লোগান, এমন শ্লোগান শাহবাগ চত্ত্বরে শোনা যাবে না। ) ৩. চ্যানেল গুলো এই চত্ত্বরের নাম বিভিন্ন রকম দিচ্ছে। আমার শোনা গুলো- শাহবাগ চত্ত্বর, প্রজন্মের চত্ত্বর, গণজাগরণ মঞ্চ, স্বাধীনতা প্রজন্মের চত্ত্বর, তারুণ্য চত্ত্বর। ৪. এই প্রতিবাদের প্রয়োজন হলো কেন? -কারণ রায় জনগনের মতের সাথে মিলেনি। ঃ কেন মিলেনি? -কারণ সরকার এর গাফেলতি।

ঃ সরকারের গাফলতির কারণ কি? - কারণ এখনো পরিস্কার নয়, তবে এই রায় জনগন মেনে নিবে না। ঃ সরকারের করনীয় কি? - আইন সংশোধন করা। এবং ট্রায়ালকে স্বচ্ছ করা। যোগ্য লোকদের এই বিচারের সাথে সংশ্লিষ্ট করা। নিজস্ব লোকদের দিয়ে বিচার করতে যেয়েই সরকার গুবলেট করেছে।

এখনও সময় আছে, ইচ্ছা করলে সরকার আইন সংশোধন করতে পারে। ৫. শাহরিয়ার কবিরের কোনো মতামত এই পর্যন্ত দেখিনি, তবে মুনতাসীর মামুনের কথা শুনে মনে হয়েছে, এই রায়ের ব্যাপারে সরকারের তেমন কিছু করার নেই। তার মন্তব্যও রায়ের বিরূদ্ধে তেমন তীব্র না। আশ্চর্যই লাগলো। ৬. সরকারের মন্ত্রীরা কোন সাহসে এই চত্ত্বরে আসে সংহতি জানাতে? তাদের ব্যর্থতার জন্যই আজ এই রায় এসেছে।

আমাদের সাধারণ জনগনের মনে প্রশ্ন জেগেছে তবে কী সরকার বিদেশী চাপের কাছে মাথা নত করেছে? না, ভোটের রাজনীতিতে জামাতকে পাশে চাচ্ছে। ৭. ধিক্কার জানাই বিরোধীদলকেও, জনগনের মনের কথা বুঝতে পারেন না ঠিক আছে, তবে এই আন্দোলনকে সরকারের ইন্ধনে সৃষ্ট বা মদদ পুষ্ট বলে সাধারণ জনগনকে আপনারা অপমান করেছেন। ৮. কোনভাবেই কোনো রাজনৈতিক দলকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা যাবেনা। এখন পর্যন্ত এই আন্দোলন সঠিক পথে চলছে। আমরা এর মধ্য দিয়ে সকলকে চাপ দিতে চাই, একটি ম্যাসেজ দিতে চাই জনগন সকল ক্ষমতার উৎস।

এইটা রাজনৈতিক দলগুলো ভুলেই গেছে। ৯. খুব জনপ্রিয়ো ব্লগাররা এই গণজোয়ার সম্পর্কে তেমন কোনো পোস্ট দেন নাই। এইটা আমাকে ব্যাথিত করেছে। যারা ব্লগে ঝড় তুলছে, তারা উঠতি ব্লগার। নতুন ব্লগার।

১০. আরো অনেক কিছু লেখার ইচ্ছা ছিলো, কিন্তু এখন আর বাসায় বসে ব্লগে লেখার সময় নেই। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমিও চললাম। নতুন যুদ্ধে...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।