আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক - ১৫ : রাগ



একদিন ছেলে বসে পড়ছিল তখন বাবা ছেলের পাসে বসল- বাবা: তুই সারাদিন এমন চুপ চাপ থাকিস কেন? ছেলে: কেন বাবা আমিতো কথা বলি। বাবা: তোকে অযথা এত বকাঝকা করি অথচ কিছু বলিস না। প্রতিবাদ করিস না। ছেলে: কেন বাবা, আমিতো প্রতিবাদ করি। বাবা: কই করিস? আমি যে দেখি না। ছেলে: কেন বাবা তুমি বকা দিলে আমি টয়লেটে যাই। বাবা: টয়লেটে গেলে কি রাগ কমে? টয়লেটে গিয়ে কি করিস যে রাগ কমে? ছেলে: টয়লেট ব্রাশ করি। বাবা: টয়লেট ব্রাশ করলে কি রাগ কমে? ছেলে: কেন আমি তোমার ব্রাশ (দাঁতের) দিয়ে টয়লেট ব্রাশ করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।