আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন বাড়িয়ে যদি তাকে ছোয়া যায়

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
স্বপ্ন বাড়িয়ে যদি তাকে ছোয়া যায়, স্বপ্নেরই হাত বাড়াতাম। চোখ সরিয়ে যদি মুখ তোলা যায়, চোখ সরিয়ে নিতাম। স্বপ্নের আগুন তাকে নিভাই কি করে? স্বপ্নের ডানা পুড়ে যায়। নিদ যাও নিদ যাও উধাও দুয়ার, জোসনার কোলাহ কোথায়? চাই না দুর প্লাবন, চাই না রক্তের কাপন, চাই না প্রেমের ব্যর্থ বিঙ্গাপন। খুলল দূরের জানালা , জেগে ওঠে দুটি হাত, একি ভুল ,একি নেই ওও স্বপ্ন জুয়ারী।

চাইনা এই হাত ছানী, ভাঙ্গা কাচ ফুলদানী। চাই না এই অলিখিত কাহিনী। চোখ তুলে দেখী আধার , আমি খুজি মাধবীর চাঁদ। চাঁদ নেই পূর্নিমার, মাধবী সে কোথায়? দূরে যাও শতেক বারণ, আয় ঘুম ব্যর্থ স্বরণ। ভুল হোক ভুলের নিমন্ত্রণ।

গানটি শুনতে আমি শুনি তোমায়। জানি তুমি আজ আমায় শোন না। হয়তো কোন দিন শুনবে ও না। মনের সব কষ্ট আমায় দিও আমি নেবে তা হাসি মুখে । সেই অবুঝ কাল থেকে কষ্ট পেতে পেতে আজ আর কষ্ট কে কষ্ট মনে হয় না।

না তুমি কেঁদ না , তাতে তোমার কষ্ট বাড়বে । কাঁদবো তো আমি। কারণ আমি যে তোমার কান্নার কারণ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.