আমাদের কথা খুঁজে নিন

   

অনুকাব্য - ২৮

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

১ মনজমিনে তোমার বাস, সারাবছর করছি চাষ; ফলছে ফসল ভালবাসার, কাটছে জীবন তোমার আমার। ২ মাঝে মাঝে একটু খরা, বাদল দিনের বৃষ্টিধারা; শুকনোপাতা ঝরে যাওয়া, ফাগুনদিনে উতল হাওয়া; ভালই লাগে গল্প-ছড়া, অলস সময় নষ্ট করা। ৩ ভালবাসার ফুল ফোটাতে, বিঁধলো না হয় কাঁটা হাতে; সেই ফুলেরই সুবাস মেখে, প্রেম যতনে রাখবো ঢেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।