আমাদের কথা খুঁজে নিন

   

এই দেশ কি শুধুই কোন দল এর?



আমরা ভোট এর রাজনীতির দেশ এর লোক। রাজনীতিক দলগুলো যেমন জনগন এর সাথে প্রতারনা করে তেমনি আমরা জনগন ও আমাদের নিজেদের সাথে প্রতারনা করি। ব্যথতা সুধুই সরকার এর, সব সফলতা জনগন এর.........। কিন্তু আমরা জনগন এ কথা ভুলে যাই যে আমরা ও সরকার এর একটা অংশ। আমাদের ও আমদের নিজ নিজ ক্ষেত্রে অনেক দায়িত্ত রয়েছে।

শুধু দিন বদল এর সাথে সুর বদল নয়,আমাদের ও বদল হতে হবে। রাজনীতিক দল দেশকে পথ দেখাতে পারে কিন্তু এই পথে হাটতে হবে আমদের। প্রায় দুই বছর কঠিন সময়ের পর আবার দেশ চলতে শূরু করেছে গনতন্ত্রের পথে,কিন্তু চারদিকে এখন সুধুই দখল এর রাজনীতি। দীঘ সাত বছর ক্ষমতার বাইরে থাকা দলটি ক্ষমতার ভারে অনেকটাই বেসামাল। আজ মনে হয় পুরটাই যেন পরাতন বোতল এ নতুন মদ।

কিন্তু আমরাতো এই রাজনীতি চাইনি। আজ যারা দখল এর রাজনীতি করছে,তারাতো এক সময় রাজপথ কাপিয়েছে হাজারও মুখরোচক স্লোগান এ। আমরাই আমদের সাথে পরিহাস করি। হায়রে মানুষ রঙ্গিন ফানুশ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।