আমাদের কথা খুঁজে নিন

   

গোল গোল বাংলা এবং আমার দু' পয়সা

পরিবর্তনের জন্য লেখালেখি

( রাগিব ভাই এর বাড়িতে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়েছে , তাই এই লেখার অবতারনা এবং আপনাদের বিরক্তি উৎপাদনে বিপুল সম্ভাবনা) অভিনন্দন সকল বাঙালী উদ্যোগ। গোল গোল ( গুগুল ) বাংলায় সত্যিকারের সহজবোধ্য বাংলাকে উপস্থাপনের চেষ্টা চলছে । আমরা সকলেই যে যতটুকু যখন যেখানে পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি , এখনও করে যাচ্ছি । আমাদের ভাষাবিদেরা গণক যন্ত্রটিকে আত্মঃকরণ করতে পেরেছেন কিনা সন্দেহ জাগে , তাই হয়ত বাংলার আত্মা আন্তর্জালে " ঘুরে না বেড়িয়ে " -- ভাটাকতে হয় । ( নেহায়েত অনুমান , পিছু গল্প বিজ্ঞজনেরা বর্ননা করবেন আশা করি) যখন " পৃথিবীর প্রতিটা গণক যন্ত্রের জন্মের পিছনে অন্তত একজন বাঙালীর হাত আছে" শুনে গর্ব করে আসছি , তখন গুগুলে আমাদের সংখ্যালঘিষ্টতা পীড়া দেয় বইকি ।

সমস্যা জানাতে শ্রদ্ধেয় রাগিব ভাই প্রিয় সামহোয়ার ইন ব্লগের বন্ধুদের বেছে নিয়েছেন বলে ভালো যেমন লাগছে , তেমন শংকাও অনুভব করছি । অহেতুক যে নয় সে ইতমধ্যে কয়েকটি মন্তব্য পড়ে বোঝাও যাচ্ছে । ব্যাপারটা হচ্ছে , এফ এম রেডিও এর " আর যে " দের মতন , এই ব্লগেও কিন্তু আমরা খুব নিয়ম মেনে কিংবা মান বজায় রেখে বাংলা চর্চা করি না । ( করা উচিত বলেও খুব একটা মনে করি না , প্রাণ খুলে লিখতে পারাটা ব্লগের আসল মজা) ইংরেজী অক্ষরে কোন লেখা এলে "মাইনাস " দিয়ে ভাসিয়ে দেই কিন্তু এটা বলি না যে মাইনাস এর বদলে প্রশংসা / নিন্দা , বাটনের বদলে " বোতাম " এলো না কেন । অর্থাৎ আমরা নিজেরাই প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করতে অভ্যস্ত হয়ে পড়েছি ।

আপত্তি থাকে না যখন বাংলায় কোন সহজে ব্যবহারযোগ্য পরিভাষা না থাকে । আবার এও মনে করি না যে অক্সিজেনের বাংলা " বায়ুজান " না "অম্লযান" -- কি যেন ভয়ংকর কিছু বানিয়ে বাংলা প্রেম দেখাতে হবে । আমার মতে যাকে আমরা " টেকনিকাল টার্ম" বলি সে সব না বদলানোই উচিত । টুল বার কে বংশ দন্ড বানাবার দরকার নেই । কিন্তু , এই আত্মীকরন ব্যক্তিগত " আরাম" থেকে হলে আমার আপত্তি আছে ।

ক্ষুদে গানরাজ দেখতে গিয়ে দুই বিচারক , বিশেষ করে সামিনা যখন বাংলা শব্দ মনে করতে না পেরে ইংরেজিতে প্রশংসা করতে শুরু করেন তখন আমি বাংলার দৈন্য দেখি না , নিজেদের অলসতার ভয়াবহ রূপ দেখে বড্ড কষ্ট পাই । ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি , ছোটবেলায় " হয় সম্পূর্ণ বাংলা নয়ত সম্পূর্ণ ইংরেজিতে " কথা বলা খেলতাম । জিতে যাওয়া আমার জন্য ছিলো পানির মতন সহজ । কিন্তু এখন এই আমিই মাঝে মাঝে ইতস্তত করি , বানান নিয়ে দু'বার ভাবি - একি বাংলা ভাষার সমস্যা ? নাকি আমার নিজের ? ( গত ১৩ বছর ধরে বিদ্যালয়ে , কর্মক্ষেত্রে ইংরেজি চর্চার ফল হলো এই ) আমার কষ্টটা এখানেই । আমরা নিজেরাই বাংলার সুন্দর সুন্দর শব্দ বলা বাদ দিয়ে ইংরেজি , হিন্দী নিয়ে মেতে আছি ।

ফলাফল? অতি প্রচলিত শব্দও এখন কানে " বেখাপ্পা " লাগে । আগে নাটক , বই , গান , সিনেমাতে মান সম্মত বাংলা ব্যবহারের বাধ্যবাধকতা ছিলো , এখন "যেমন খুশি তেমন সাজো" এর হাতে পড়ে তাও গেছে । এই জন্যই " শুভ ফার্স্ট বৈশাখ " শুনতে হয় জনপ্রিয় গায়িকার মুখে । অপর দিকে মনে করুন মধুকবির কথা । তিনি " চিরুনী মানে কি?"র উত্তর দিয়েছিলেন " চিরুনী মানে ফাড়ুনী " ।

নতুন একটা শব্দই আবিষ্কার করে বসলেন । ভাবুন রবীন্দ্রনাথের কথা -- কত নতুন নতুন আবিষ্কার , শব্দ খেলা , ভাষা নিয়ে পরীক্ষা আছে তার ভান্ডারে । এখন মনে করতে পারছি না কিন্তু আমি জানি বাংলায় এমন অনেক অনেক লেখক , কবি , ভাষাবিদ , গবেষক আছেন যারা বাংলাকে নতুন করে জন্ম দিয়েছেন । অন্য ভাষা থেকে শব্দ গ্রহন করার পাশাপাশি নিজেদের শব্দ জন্ম দেওয়াটাও নিশ্চয় জরুরী , খুব আনন্দের ব্যাপার । আমি জানি আমরা পারবো , পারি ।

এই ব্লগেই অনেক মজার মজার সুন্দর শব্দ তৈরী হয়েছে । তাই, আমার অনুরোধ , ব্লগের বাংলা কিংবা মুখের ভাষাকে মানদন্ড হিসেবে নেবেন না । ১০০০ লোকের মুখের ভাষা এক নয় । তাদের পাখা মেলে হেসে খেলে বেড়াতে দিন ব্লগীয় কিংবা নাটকীয় আকাশে । কিন্তু যখন ঐকমত্যের প্রশ্ন আসবে , তখন শ্রুতিমধুর লেখ্য বাংলার রুপটিকে জায়গা করে দিন আন্তর্জালে ।

( টুলবারকে সরঞ্জাম দন্ড কিংবা যন্ত্র দেয়াল না বানিয়ে ) হয়ত মজা করেই আমরা ব্যবহার করি , কিন্তু আন্তর্জাল ( ইন্টারনেট ) , অন্তর্জাল ( ইন্ট্রানেট ) , তড়িৎ ডাক ( ই মেইল ) শব্দ গুলো শুনে কিন্তু ভীষন ভালো লাগে । মজাও লাগে । এ রকম মজার মজার বাংলা যদি করা যায় , হোক না । আসুন হাসতে হাসতে খেলতে খেলতেই আমরা বাংলা শব্দ খুঁজে নেই , তৈরী করি । কারন আমি , " বাংলায় গান গাই , আমি বাংলায় গান গাই , আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই"


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।