আমাদের কথা খুঁজে নিন

   

কগনিটিভ সায়েন্স এবং মাত্র ২০ টি এসাইনমেন্ট !!!


আমার ইউনির রোবোটিক্সের কারিকোলামে অন্তর্ভুক্ত নয় বলেই নতুন কিছু জানার জন্য লুলিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে কগনিটিভ সায়েন্স কোর্ষটা নিয়েছি । কোন পরীক্ষা নেই । মাত্র ২০ টি এসাইনমেন্ট শেষ করতে পারলেই ১৫ ECTS ক্রেডিট পেয়ে যাব !!! কিন্তু ২ টা বইসহ বেশ কিছু আর্টিকেল পড়ে এত্তোগুলো এসাইনমেন্ট শেষ করতে পারাটাই কঠিন । কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবোটিক্সে AI জানার পাশাপাশি মন ও ব্রেইন কিভাবে কাজ করে সেটা জানাটাও জরুরী । দর্শন, মনোবিদ্যা, নিউরোসায়েন্স, ভাষাতত্ব, AI, এনথ্রোপোলজির বিভিন্ন মতোবাদ কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করানোই মূলত কগনিটিভ সায়েন্সের কাজ ।

সায়েন্সের বেশিরভাগ বিভাগই পর্যবেক্ষণ উপযুক্ত ঘটনার উপর দৃষ্টিপাত করে, অন্যদিকে কগনিটিভ সায়েন্স কিন্তু আভ্যন্তরিক ও মানসিক ঘটনার কারন আবিস্কার করে থাকে । রিপ্রেজেনটেশন বা প্রতিরুপই হলো কগনিটিভ সায়েন্সের মূল । ধারণা (concept), প্রস্তাব (proposition), নিয়ম (rule) ও ঔপম্য (analogy) হলো চার শ্রেণীর প্রতিরুপ । যেখানে ধারণা একটা সত্তা নিয়ে কাজ করে, প্রস্তাব মূলত বিবৃতি, নিয়ম বিভিন্ন প্রস্তাবের মাঝের সম্পর্ক বিশ্লেষন করে এবং ঔপম্য একই ধরণের বিভিন্ন কাজের তুলনা করে থাকে । মন রিপ্রেজেনটেশনের অনেক ধরণের কম্পিউটেশন করে থাকে ।

বিভিন্ন ধরণের কাজে (অপারেশান) বা তথ্যের উপর ভিত্তি করে এদের শ্রেণীবিভাগ করা যায়, যেমন : ভাব (সেনসেশান), উপলব্ধি (পারসেপশান), মনোযোগ (এটেনশান), স্মৃতি (মেমরি), ভাষা, যুক্তিতর্ক, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ইত্যাদি । সমালোচকরা কগনিটিভ সায়েন্সকে অনেকগুলো চ্যালেন্জ ছুড়ে দিয়েছে যার মাঝে আবেগ, সচেতনতা, সামাজিক ও গণিত বিষয়ক উল্লেখযোগ্য ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।