আমাদের কথা খুঁজে নিন

   

অচিনপুর(সিরিয়াস টাইপের ছড়া,!)

বিকট
মন খারাপ করা এই কানাগলি মন খারাপ করা সকাল দুপুর, উদ্ধত আঁধারের দিনরাত যাবে কি চলে তুমি অচিনপুর? পৃথিবী জুড়ে আজ কত রং তার থেকে একটুকু তুমি নাও। তমসার এই ঘেরাটোপ থেকে অসীমের পথে আজ পা বাড়াও। আশেপাশে কর্কশ কত মুখ, তাদের সাথে রোজ কত আপোষ, সমঝে চলার দিন ঘুচিয়ে দাও, পাল্টাও পূরোনো তক্তপোষ। তোমার মুখটা মিলিয়ে দেখ, কর্কশ মুখদের পাশাপাশি, চারিপাশে বড় বেশি হিংস্রতা তবু এখনও আছে নির্মল হাসি। আমিও তোমারই মত একজন চারিদিকে দেখেছি কত গ্লানি, দেখেছি মানুষেরই পরাজয় ক্ষুধা আর লালসার কানাকানি। অসীমের পথে যদি পা বাড়াও, বন্ধু হবে কি বল তুমি আমার? পৃথিবীর সব রঙ গায়ে মেখে, আলোকিত করি চল চারিধার... (কলেজে থাকতে লিখসি,দশ বছর আগে)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।