আমাদের কথা খুঁজে নিন

   

আজ কিংকং এর মনটা ভালো, একটু হাসলাম

তুইলা আছাড় দিতে মন চায়

শ্রীলংকার সাথে বাংলাদেশ হারার পর আমি কিংকং মনের দুঃখে অনেক কানসি। কোন ভাবেই মনকে সায় দিতে পারি নি। একদম জিতে যাওয়া ম্যাচটা বাংলাদেশ হেরে গেসিলো সিদ্ধান্ত নিছিলাম আর কোন দিন খেলা দেখবো না। আমি আসলে তোমাদের ক্রিকেট খেলা খুব পছন্দ করি। সেই জন্য সেদিন মাঠে গিয়ে খেলা দেখেছিলাম।

কিন্তু শেষ কটি ওভারে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। তাই আজ রাগ করে ষ্টেডিয়ামে যাইনি। মহাখালীতে একটা টিভির শোরুম তাদের দোকানের বাহিরে বড় স্ক্রীনে খেলা দেখাইসে। আমি সেই খানেই খেলা দেখসি। অনেক দুর থেকে বসে বসে খেলা দেখসি।

যদিও জয়টা আরো সুন্দর হতে পারতো তারপরেও খেলায় যে বাংলাদেশ যে জিতসে এটাই বড় কথা। তো যাই হোক অনেক আশা এখন আমার বুকে যে সামনের খেলাতেও বাংলাদেশ জিতবে। জিম্বাবুয়েকে হারাবে। আশাকরি এইদিন খেলা দেখতে ষ্টেডিয়ামে যাবো। এইবার যদি আশরাফুল আবার ভুল করে তাহলে খবর আছে।

মেজাজ আমার একদম খারাপ হইয়া যাইবো। উলটা পালটা দেখলেই খালি তুইলা আছাড় দিতে মন চায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।