আমাদের কথা খুঁজে নিন

   

সারা দেশের সকল ভোটকেন্দ্র ধূমপানমুক্ত

সারা দেশের সকল ভোটকেন্দ্র ধূমপানমুক্ত প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের বিধান অনুসারে দেশের সকল ভোটকেন্দ্র সম্পূর্ণ ধূমপানমুক্ত। এ সকল এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ এর সাথে আজ দুপুরে তাঁর কার্যালয়ে বাংলাদেশ তামাক বিরোধী জোটর একটি প্রতিনিধিদল স্বাক্ষাৎ করতে গেলে এক কথা জানান। জোটের প্রতিনিধিদল নির্বাচনী প্রচারণায় তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানায়। নির্বাচন কমিশনারে সাথে অনুষ্ঠিত এ সংক্ষিপ্ত সভায় জোটের প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত, নির্বাচন কমিশনের সচিব ড. মোঃ সাদিক, যুগ্ম সচিব বেগম জেসমিন টুলী।

এছাড়া বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষে সদস্য সংগঠন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারী জেনারেল হেলাল আহমেদ, নাটাবের প্রকল্প সমন্বয়কারী সাগুফতা সুলতানা, ডাব্লিউবিবি ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসী অফিসার সৈয়দা অনন্যা রহমান এবং জোটের সম্পাদক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, পরোক্ষ ধূমপানের ফলে ভোট কেন্দ্রে আগত ব্যক্তিরা বিশেষ করে নারীরা ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচনকালীন প্রচারণরা কার্যক্রমে জনসাধারণের মাঝে তামাকজাত দ্রব্য বিতরণ করা হয়। যা মানুষকে তামাক সেবনে উদ্ধুদ্ধ করে। তামাকজাত দ্রব্য বিশেষ করে চার্বণযোগ্য তামাক ব্যবহারের মানুষের মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ।

নির্বাচনকালীন প্রচারণা কার্যক্রমে তামাকজাত দ্রব্য ব্যবহার তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, তামাক ব্যবহার হ্রাসের লক্ষ্যে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করেছে। এ আইন বাস্তবায়নে প্রয়োজন সকলের অংশগ্রহণ। আইন অনুসারে নির্বাচন কমিশনের অধীনস্ত সকল অফিস ধূমপানমুক্ত ঘোষণার অনুরোধ জানান। এছাড়া জনস্বাস্থ্য রক্ষা ও নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচনী প্রচারণায় তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার সুপারিশ করেন।

প্রধান নির্বাচন কমিশনার তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমে প্রচারণার বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করে। তিনি বাংলাদেশ তামাক বিরোধী জোটর সুপারিশসমূহ বিবেচনার আশ্বাস দেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.