আমাদের কথা খুঁজে নিন

   

কথার কথা

এবার থেকে আমার লেখা আমার কথা বলার চেষ্টা করবে।

কথার কথা বলছি এবার। কথার কথাই। কথা নিয়েই ভাবছি এখন। ভাবছি মানে কথা দিয়েই বুনছি কথা, কথার কথা, কথার কথাই। কথা কি? খায় না দেয় মাথায়? কি কাজে লাগে? কথাহীনদের জীবন থাকে না বুঝি? কথা কি? শুধু বাক্য? শুধু শব্দ? শুধু অক্ষরের কংকাল? কথা কি? যে যা শোনে, না, যে যা শোনায়? বলা কথা আর শোনা কথার দূরত্ব কতখানি? কথা নিয়ে গেলে উনো কথাই আসে আগ বাড়িয়ে, তাই প্রশ্নগুলো উত্তরের বদলে আরো আরো প্রশ্নের জন্ম দিতে থাকে, আর শেষহীন চলতে থাকে কথা নিয়ে কথার কথকতা, কথার কথা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।