আমাদের কথা খুঁজে নিন

   

আমি দুটি কবিতা লিখব

তাহমিদুর রহমান

আমাকে দুঃখ দাও, আরো বেশি করে দাও আমি দুটি কবিতা লিখব। আমাকে অন্তর থেকে ভালবাসা দাও আমি দুটি কবিতা লিখব। তোমাদের ভাললাগা, মন্দলাগাগুলো বুঝতে দাও আমি দুটি কবিতা লিখব। দাদীমার মত তোমরাও আমাকে রাজকন্যার গল্প শোনাও আমি দুটি কবিতা লিখব। তোমরা এক জীবনে দুটি জীবন ধারন কর আমি দুটি কবিতা লিখব।

তোমরা মধ্যবিত্ত সৈনিক হও আমি দুটি কবিতা লিখব। তোমরা তোমাদের প্রিয়তমাকে উজাড় করে ভালবাস আমি দুটি কবিতা লিখব। তোমরা দুশ্চরিত্র প্রেমিক হও আমি দুটি কবিতা লিখব। তোমরা আমাকে গ্রাম্য কিশোরীর অবাধ বিচরন দেখাও আমি দুটি কবিতা লিখব। তোমরা কাঁধে নিয়ে যাও সম্ভ্রম হারানো বোনের লাশ আমি দুটি কবিতা লিখব।

তোমরা বীর সেনানী দেশপ্রেমিক হও আমি দুটি কবিতা লিখব। তোমরা বিশ্বাসঘাতক মিরজাফর হও আমি দুটি কবিতা লিখব। তোমরা জেগে উঠে নয়া ইমারত বানাও আমি দুটি কবিতা লিখব। তোমরা হতাশায় নুয়ে পড় আমি দুটি কবিতা লিখব। হ্যাঁ, আমি দুটি কবিতা লিখব, ওরা যমজ ওরা আমার না লেখা কবিতা আমার সব সময়ের সঙ্গী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।