আমাদের কথা খুঁজে নিন

   

যা নিয়ে, যাকে নিয়ে...

সঞ্জয় মিঠু

যা ভাবতে ইচ্ছে করে, তা হল কবিতা যাকে নিয়ে ভাসতে ইচ্ছে করে, তা হল কবিতা যা নিয়ে লিখতে ইচ্ছে করে, তা হল কবিতা যাকে নিয়ে পরীক্ষা করতে ইচ্ছে করে, তা হল কবিতা যাকে নিয়ে উন্মত্ত হতে ইচ্ছে হয়, তা হল কবিতা যাকে নিয়ে প্রেমিকার মত ঘুরতে ইচ্ছে হয়, তা হল কবিতা যাকে নিয়ে গর্ব করতে ইচ্ছে করে, তা হল কবিতা যাকে নিয়ে ঘুমোতে ইচ্ছে করে, তা হল কবিতা যাকে নিয়ে সোনালী সকাল, রাঙা ভবিষ্যৎ দেখতে ইচ্ছে করে, তা হল কবিতা যাকে নিয়ে গুণ গুণ করতে ইচ্ছে হয়, তা হল কবিতা যাকে নিয়ে পৌষের সকালে, ভেজা ঘাসে হাটতে ইচ্ছে করে, তা হল কবিতা যাকে নিয়ে ঘুড়ি উড়াতে ইচ্ছে , তা হল কবিতা যাকে নিয়ে ভরা পুকুরে সাতাঁর কাটতে ইচ্ছে হয়, তা হল কবিতা যাকে নিয়ে পাগলামী করতে ইচ্ছে করে, তা হল কবিতা যাকে নিয়ে শিশুর মত আদর করতে ইচ্ছে করে, তা হল কবিতা যাকে নিয়ে কিশোরীর দুই বেনীতে ভর করতে ইচ্ছে হয়, তা হল কবিতা যাকে তরুণীর উন্নত বুক ভাবতে ইচ্ছে হয়, তা হল কবিতা যাকে নিয়ে পরীা করতে ইচ্ছে করে, তা হল কবিতা যা নিয়ে খেলতে ইচ্ছে হয়, তা হল কবিতা যাকে দিয়ে আকাশ ছুঁতে ইচ্ছে হয়, তা হল কবিতা যা নিয়ে সুখের অনন্ত সাগরে ডুবতে ইচ্ছে হয়, তা হল কবিতা যাকে নিয়ে অষ্টসূর ভাজতে ইচ্ছে হয়, তা হল কবিতা যাকে নিয়ে চুপি চুপি পালিয়ে যেতে ইচ্ছে হয়, তা হল কবিতা যাকে দিয়ে সমস্ত পৃথিবী জয় করতে ইচ্ছে হয়, তা হল কবিতা যাকে নিয়ে শুধু কবিতা লিখতে ইচ্ছে হয়, সে শুধু তুমি মিনা, তোমাকে নিয়ে শুধু কবিতা, কবিতা, কবিতা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।