আমাদের কথা খুঁজে নিন

   

লাগবা বাজী?

সভাপতিঃ ক্যাচাল সিন্ডিকেট সুরঞ্জিত সেনগুপ্ত জামায়াতকে উদ্দেশ করে বলেন, গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। আপনাদের বাড়ি পাকিস্তানে। বাংলার গৃহ মুক্তিকামী তরুণ প্রজন্মের, বঙ্গবন্ধুর, দেশপ্রেমিক জনগণের। লাফালাফি করে লাভ নেই। নতুন প্রজন্ম জেগেছে।

আপনাদের ছাড় দেয়া হবে না। // আওয়ামী ও সহযোগী বাম দিয়ে যার শুরু, মিডিয়ার হাইপ দিয়ে যার শরীর গঠন ক্রমেই শক্তিশালী হয় উঠেছে সেই জনতা আর তারুন্যের শক্তিকে দলীয়করনে বা শুধু একদফায় সীমাবদ্ধ রাখতে পারবে না কেউ। যে 'তুই রাজাকার' চেতনায় বিশ্বাসী সে 'তুই চোর' আওয়াজ তুলবেই। । যুদ্ধাপরাধী বিচারে শুরু থেকেই আন্তর্জাতিক মান বজায় রাখা সাপেক্ষে সর্বাত্মক সহযোগিতার কথা বিএনপিসহ দেশী বিদেশী সবাই এত করে বলার পরও এই 'তুই চোরের' সরকার বিন্দু মাত্র কর্ণপাত না করে সবাইকে বিনামূল্যে পাইকারী 'রাজাকার' উপাধি দিয়ে দিলেন! এখন পদ্মাসেতুর মত উত্তর কোরিয়া স্টাইলে নিজেদের সামর্থে বাস্তবায়নের অবাস্তব অবস্থানে নিয়ে এসেছে।

নতুন প্রজন্মের নন-নেগোশিয়েবল দাবী বাস্তবায়ন করে দেখাতে পারবেন না। বাস্তবতার নাম কঠিন আন্তর্জাতিক বাস্তবতা। এই না পারার দ্বায় অন্যের ঘাড়ে দিতে চাইবে। যেমন, কাদের মোল্লার রায়কে জনগনের রাস্তায় না থাকার উপর চাপালেন কামরুল। আর কিছুদিন সবুর করুন, বাস্তবতার আগুনে পুরে নতুন প্রজন্ম ঠিক জ্ঞানটি লাভ করবেই।

সেদিন তারা পরিস্কার দেখতে পাবে কারা আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিচার বানচাল করলো আর কাদের গালাগালি না করে যুক্তিগুলো নিয়ে নিলে জনআকাংখা পূরণ হতো। 'তুই চোর' সরকার বিচার দুর্নীতির মাধ্যমে সাইড বিজনেস করতে যাওয়াতেই এই দশা। তারা যে বিচারের চেয়ে দলীয় ভোটের রাজনীতি আর টাকার দিকে লোলুপ তার প্রমান জনগণ পেয়ে গেছে বাচ্চুর পলায়ন, কাদেরের রায় পূর্ববর্তী ইউটার্ন দেখে। আর এ জন্যই 'তুই চোর' সরকারের বিরুদ্ধে প্রতিবাদে। যদি মনে করে থাকেন এদের দিয়ে বিরোধী দল দুটিকে গণপিটুনি দেয়ানোর মাধ্যমে ছাত্রলীগ স্টাইল মানবতা বিরোধী অপরাধ করাবেন, নিজেদের দুর্নীতি চুরি বহাল রাখবেন, তা হলে বোকার স্বর্গে বাস করছেন।

এরা ন্যায় প্রতিষ্ঠায় এসেছে, অন্যায়ের হাতিয়ার হতে নয়। তাদের ধোকা দিয়ে ভোট নিয়ে বাড়ি পাঠাতে পারবেন না। তারা কল্লা দিয়ে খাট্টা খাইতে আসে নাই যে গন্ধ শুকাইয়া 'আবার ভোট দিলে খাওয়াব' বলে বাড়ি পাঠাবেন। অতএব, রেলের কালো বেড়াল, লাফালাফি করে লাভ নেই। দলবাজীর ধান্ধা করে লাভ নাই।

তুই চোরদের ও ছাড় দেয়া হবে না। সাজেদা, সাহারা, হানিফের পরিনতি কি বলে? শাহবাগে যেয়ে দেখান তো একবার; বোতল জুতা উপহার নিশ্চিত। ফ্রান্কেনস্টাইন এর হাতেই তুই চোরের কফিনেও শেষ পেরেক পড়বে। মাভৈ: মাভৈ: জেগেছে ঘুমন্ত বাংলাদেশ। 'তুই রাজাকার', 'তুই চোর' সব শেষ।

ধান্ধা বাজির দিন শেষ। লাগবা বাজী? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।