আমাদের কথা খুঁজে নিন

   

জরায়ুর কাঁপুনিতে থরথর পৃথিবীকে (উৎসর্গ: গাজার নরকের সকল নির্বাসিত আপনজনদের)

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

খুব কি অদ্ভুত লাগে? খুব কি অভূতপূর্ব যখন লিখিত অক্ষর আর ডট ডট ডিজিটগুলো মৃত্যু বোঝাচ্ছে ছবি, শব্দ আর ইন্দ্রীয়ের স্ফূরণের এই পৃথিবীতে স্বাভাবিক নয়, পোড়া মাংসের নিশ্বাস কল্পনার সীমা, ফসফরাসের সাথে বেড়ে চলেছে আর পুড়ে যাচ্ছে সভ্যতার সাজানো মুখ কতগুলো নাম, কতগুলো বেওয়ারীশ তত্ত্ব কতগুলো সংঘ আর প্রস্তাব প্রস্তাব খেলা হাড়ের ভেতরে, কবরের ভেতরে চেতনার ভেতরে সর! সর! ঢুকে যাচ্ছে অবলীলায়!! আমাদের শিশুর মুখে, আমাদের ভবিষ্যতের সাজানো স্বপ্নরাশির বুকে নরকগ্রস্থ দু:স্বপ্নের মতন কতটা দূরে যেতে পারে মানুষ? অনেকটুকু দূরে? কিভাবে দূরে যাবে মানুষ যখন জরায়ুর ভেতরের প্রাণ কণা বারবার চমকে উঠছে শেলের কামড়ে আর জঠরগুলো ভেঙ্গে যাচ্ছে প্রবল আন্দোলনে কতদূর পালাতে পারে মানুষ? অন্য রাষ্ট্রে, অন্য আশ্রয়ে, অন্য গ্রহে কিংবা আরো অদ্ভুত অন্য কোনখানে যেমন জেনেভা কনভেনশনের ভেতর যেমন রেডক্রসের ভেতর যেমন ইউএনএর সাদা আর নীল ছোপের ভেতর জরায়ুর কাঁপুনি ঘিরে ধরছে এই পৃথিবীকে ভূমিতে কিংবা ভূমির বাইরে লুকানোর জায়গা নেই আর একদিন ঘুম থেকে উঠে আমি হত্যা করব পৃথবীর সকল প্রজন্মকে গাজার নরকে মানুষের প্রয়োজন নেই পৃথিবীর এখন বুলেট দরকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।