আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্ট মোবাইলে রিমোর্ট কন্ট্রোলিং

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

গত কয়েকদিন, শ্রীলংকা ভার্সেস বাংলাদেশের সেমি ফাইনাল খেলার সময়ে অফিসের টিভি রুমে চলছে হৈ চৈ কান্ড কারখানা। "ওর উচিত ছিল.....", নতুবা "শিট! আমার বারো বয়সের ছেলেটা এর থেকেও ভালো খেলে" ইত্যাদি ইত্যাদি। বিরক্ত হয়ে শুরু করলাম, শয়তানি। রিমোর্ট ছিলো বসের হাতে।

কিন্তু কনট্রোল ছিল আমার। আসলে, যাদুটা এখানে। আপনার মোবাইলে যদি আই আর ব্যবস্থা থাকে, তাহলে আপনি হতে পারেন টিভি বা সিডি বা ডিভিডি বা এসির জন্য আরেক কন্ট্রোলার। বিশ্বাস হচ্ছে না??? আজকের পোস্ট তাই নিয়েই। তেমন কিচ্ছু করতে হবে না।

১। প্রথমে ডাউনলোড করে নিন irRemote সফটওয়ারটি। ২। আপনার মোবাইলে ডাটা ক্যাবেল, ইনফ্রারেড বা ব্লু টুথের সাহায্যে ট্রান্সফার করে নিন। ৩।

সফটওয়ারটি ইন্সটল করে নিন। ৪। সফটওয়ারটি চালু করুন ৫। অপশানের এড ডিভাইস এ যান ৬। ডিভাইস চয়েজ করে রিফ্রেস করুন ৭।

এই মুহুর্তে ইন্টেরনেটে কানেক্ট করে আপনার ডিভাইসের ভেন্ডার ও মডেল সিলেকশান করুন। ব্যাস, দুষ্টুমি চালু রাখুন। কে জানবে, রিমোর্ট আপনার হাতে। ওয়েবসাইট অনুসারে, যেসব মোবাইলের মডেল এই সফটওয়ারটি সাপোর্ট করবে সেগুলো হলো: Nokia 5500 Nokia 5700 Nokia 6290 Nokia E50 Nokia E51 Nokia E60 Nokia E61 Nokia E61i Nokia E62 Nokia E65 Nokia E66 Nokia E70 Nokia E71 Nokia E90 Nokia N71 Nokia N73 Nokia N75 Nokia N80 Nokia N92 Nokia N93 Nokia N93i Nokia N95 Nokia N95 8GB ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.