আমাদের কথা খুঁজে নিন

   

চেতনা-১



বিপ্রতীপ আলোর মাঝে সাইত্রিশ টা চাঁদ স্থির বৃত্তচাপ আঁকে- নিঃসঙ্গতায় নিঃশব্দতায় নিঃশ্চলতায়.......। অজস্র বিন্দুর সংঘাতে, লাল বিস্ফোরণের চিহ্ণ স্বত্ত্বা জুড়ে; উৎসের যাত্রা অন্ধকার ঘিরে আর অন্ধকার যাত্রা করে লক্ষ্য পানে বাদ-প্রতিবাদ :আকাঙ্ক্ষার ইতিহাস......। অগুণতি সৃষ্টির সমাহার- সরলরৈখিক ভ্রমণ সুপ্রাচীন জনপদের প্রান্তসীমা ছুঁয়ে বর্তমান নগরে। বাদ-প্রতিবাদ :অস্তিত্বগ্রাসী সংঘাতময়তায় নিমজ্জন বিন্দু হতে বিন্দু সরে যায় তবুও একই বৃত্তচাপের আঁকিবুকি (যদিও কেন্দ্রের অভিন্নতা আপাত বিভ্রম ঘটায়।) বিবর্তিত বিন্দু রুপান্তরিত হয় বৃত্তে ক্ষণে ক্ষণে বদলায় গতির অভিমুখ, অস্তিত্বের ভারে সরলরৈখিক ভ্রমণ ও বদলায় বক্রতায়; বাদ-প্রতিবাদ-সম্বাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।