আমাদের কথা খুঁজে নিন

   

নির্বিচারে শিশু হত্যা

মনন

গাজায় চলছে বর্বরোচিত ও নারকীয় ঘটনা। সেখানে নির্বিচারে শিশুদের হত্যা করা হচ্ছে। চলছে শিশু নির্যাতনের নারকীয় ঘটনা। কিন্তু আবর বিশ্ব নীরব। নীরব বিশ্ব বিবেক।

যারা অনুন্নত ও উন্নয়নশীল দেশে মানবাধিকার গেলো! মানবাধিকার গেলো! বলে চিৎকার চেঁচামেচি করে তারাও এখন নীরব দর্শক। আমেরিকা-ইউরোপ কারো কোনো উদ্যোগ নেই। তারাও চোখ পাকিয়ে শিশু হত্যা-নির্যাতনের দৃশ্য দেখছে। এখন আর মানবাধিকার নেই! আমেরিকার আক্রমনের ভয়ে আরব বিশ্ব একেবারে চুপ। তারা রাজা বাদশা মানুষ।

কিছু বলতে গেলে যদি বাদশাহী কিংবা রাজাগিরি হাত ছাড়া হয়ে যায়! আমেরিকা চাইলেই তা হতে পারে। আর সেই ভয়ে সবাই তটস্থ। জাতিসংঘ আছে ঠুটো জগন্নাথের মতো। তার কথা কেউ শোনে না। কেউ মানে না।

এই পরিস্থিতিতে বিশ্বের সচেতন মানুষের প্রতি আহ্বান ও অনুরোধ, আসুন আমরা এই নারকীয় শিশু হ্ত্যা-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধিক্কার জানাই ওই নরপিশাচদের। আসুন আমরা সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, ধিক, শিশু হত্যাকারীদের, ধিক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.